কলকাতা: শহরে ফের রহস্যমৃত্যু। পর্ণশ্রীর পর এবার হরিদেবপুর। হরিদেবপুরের চক রামনগর এলাকায় নিজের কারখানার মধ্যে রহস্যজনকভাবে খুন হলেন ব্যবসায়ী তপন দে। তাঁর গলাকাটা দেহ উদ্ধার করল হরিদেবপুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কোনও ব্যক্তিগত আক্রোশ, নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।
ব্যবসায়ী তপন দে-র বাড়ি টালিগঞ্জ এলাকায়। শ্বশুরবাড়ি হরিদেবপুরে। সেখানে একটি লেদ মেশিনের কারখানা ছিল তাঁর। প্রতিদিনের মত শুক্রবার তিনি কারখানায় কাজ করতে গিয়েছিলেন। তিনি একাই সেখানে কাজ করতেন। গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় বাড়ির লোকজন চিন্তিত হয়ে পড়েন। তপনবাবুর মোবাইলে বার বার ফোন করা হলেও কোনও উত্তর মেলেনি।
আরও পড়ুন: স্ত্রী খুনের অভিযোগে ব্যাঙ্ক ম্যানেজারের জেল হেফাজত
বাড়ির লোকজন শ্বশুরবাড়িতে ফোন করে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। শ্বশুরবাড়ি থেকে লোকজন গিয়ে দেখেন, কারখানার দরজা বন্ধ রয়েছে। সেই দরজা খুলতেই দেখা যায়, নিজের চেয়ারে বসে রয়েছেন তপনবাবু। গলার নলি কাটা। মাথায় ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে।