কলকাতা: মানস ভুঁইয়ার (Manas Bhunia) ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (Election Commission)৷ আগামী ৪ অক্টোবর হবে ভোট৷ ওই দিনই গণনা৷ অঙ্ক কষে রাজনীতিবিদরা জানিয়েছেন, বিধায়ক সংখ্যার নিরিখে মানসের ছেড়ে যাওয়া আসনে জয় পাওয়া উচিত তৃণমূলের (TMC)৷ এখন প্রশ্ন উঠছে, ওই আসনে মমতা বন্দ্যোপাধ্যায় কাকে প্রার্থী করবেন? তৃণমূল সূত্রে একটি নাম জোরাল ভাবে উঠে আসছে৷ তিনি সুস্মিতা দেব (Sushmita Dev)৷
আরও পড়ুন: জঙ্গিপুর-সামশেরগঞ্জে বিজেপিকে সুবিধা নয়, কংগ্রেস কর্মীদের বার্তা অধীরের
অসমের প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা বেশিদিন হয়নি তৃণমূলে যোগ দিয়েছেন৷ প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী সন্তোষ মোহন দেবের মেয়ে তৃণমূলে যোগ দিতে গত মাসে অসম থেকে কলকাতা এসেছিলেন৷ তার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন৷ সূত্রের খবর, অসমে তৃণমূলের সংগঠনকে দাঁড় করাতে সুস্মিতাকে নিতে আগ্রহী ছিলেন অভিষেক৷ যোগদান নিয়ে সুস্মিতার সঙ্গে যখন কথাবার্তা চলছিল সেই সময়ই নাকি তাঁকে রাজ্যসভা আসনে প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল তৃণমূল৷ যদিও সুস্মিতা বা তৃণমূলের তরফে এব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি৷
আরও পড়ুন: সচিবালয়ের বাইরে গাছের ডাল কেটে কৃষকদের ‘শাস্তি’ দিল হরিয়ানা সরকার
সুস্মিতার মত একসময় কংগ্রেসি ছিলেন মানস ভুঁইয়াও৷ দীর্ঘদিন তিনি সবংয়ের কংগ্রেস বিধায়ক ছিলেন৷ পরে যোগ দেন তৃণমূলে৷ তৃণমূলে যোগ দেওয়ার পুরস্কার হিসাবে ২০১৭ সালে মানস ভুঁইয়াকে রাজ্যসভায় পাঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল৷ কিন্তু ২০২১ সালে আবারও তাঁকে সবং থেকে প্রার্থী করেন মমতা৷ জিতেও যান তিনি৷ এখন তিনি রাজ্যের মন্ত্রী৷ মন্ত্রী পদে শপথ নেওয়ার আগে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দেন মানস৷ সেই আসনে ভোট হবে৷ পশ্চিমবঙ্গ ছাড়াও রাজ্যসভার উপনির্বাচন হচ্ছে অসম, তামিলনাড়ু, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে৷