কলকাতা : মনোনয়ন জমা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ আজ দুপুর ২-টো ১৫ নাগাদ ভবানীপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন ৷ আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেন তৃণমূল নেত্রী ৷ মমতার সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিমের স্ত্রী, প্রযোজক নিসপাল সিং রানে এবং মুখ্য নির্বাচনী এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায়।
সকাল থেকেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সার্ভে বিল্ডিং চত্বর ৷ গত কাল রাত থেকেই কালীঘাটে নেত্রীর বাড়ি সংলগ্ন গোটা এলাকা দলের পতাকা-ফেস্টুনে ছেয়ে যায় ৷ সবুজ আলোতে সাজানো হয় গোটা এলাকা ৷ আজ সকাল থেকেই সাজো সাজো রব গোটা কালীঘাট এবং সার্ভে বিল্ডিং চত্বরে ৷ কালীঘাট থেকে আলিপুরে নেত্রীর গোটা যাত্রা পথে দলের পতাকা-ফেস্টুন নিয়ে অপেক্ষা করতে দেখা যায় দলে দলে কর্মী-সমর্থকদের ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিপুল ভোটে জয়ী করার ডাক দিকে বিভিন্ন জায়গায় লাগানো হয় পোস্টার ৷
আরও পড়ুন: ধুতি-পাঞ্জাবি পরো, তবে ভোট-প্রচারে বেশি সাজুগুজু করো না, মদনকে পরামর্শ মমতার
গত শনিবার নির্বাচন কমিশন ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপ-নির্বাচন ঘোষণা করেছে । তার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফ্লেক্স, পোস্টার লাগানো শুরু হয়েছে । ভাবনীপুরের একাধিক জায়গায় তৃণমূলের জয় হিন্দ বাহিনী ফ্লেক্স টাঙাতে শুরু করে । মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে জয় হিন্দ বাহিনীর নেতৃত্বে দেখা যায় । মন্ত্রী ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক মদন মিত্ররা ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোটের প্রচারে নেমেছেন ।
মনোনয়ন জমা দিয়ে গণেশ মন্দিরে মমতা
আরও পড়ুন: ভোট ঘোষণা হতেই ‘নাচছে’ এজেন্সি, পিছনে মোদি-শাহ: মমতা