অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত এই মুহূর্তে উটিতে ব্যস্ত একটি সর্বভারতীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য সিরিজের শ্যুট নিয়ে। সিরিজের নাম ‘সিক্রেট ‘। বুধবার তাঁর জন্মদিন গেছে, শ্যুট এর মধ্যেই নিজের জন্মদিন কাটিয়েছেন। এর মাঝেই তিনি জানান বেশকিছু কাজ শেষ হয়েছে, আর বেশ কয়েকটি প্রজেক্টের কথা চলছে, এর আগে ‘চিট’ নামে একটি সিরিজের কাজ শেষ করেছেন, খুব শীঘ্রই দর্শকরা সেটা দেখতে পাবেন। ইতিমধ্যেই একটি সিনেমার কাজ ও শেষ করেছেন, নাম ‘ ডক্টর জি’, এই ছবিতে আয়ুষমান খুলনার সঙ্গে কাজ করেছেন। হিন্দিতে ওয়েব সিরিজ ও সিনেমার কাজ করলেও বাংলাতে এই মুহূর্তে নতুন কোন কাজ করছেন না। তবে তাঁর অভিনীত ‘তরুলতার ভূত ‘ খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে।
আরও পড়ুন :ক্রিকেট শিখছেন মমতাজ
নতুন নতুন বহু ওয়েব প্ল্যাটফর্ম আসছে , সঙ্গে থাকছে নানা ধরণের বিষয় বস্তু। তাঁর মতে এই ওটিটি আসার জন্য অনেক কাজ বেড়েছে, নতুন অনেক প্রতিভা যেমন উঠে এসেছে, তেমনই আর একটা বিষয় পরিষ্কার যে প্রতিযোগিতাও বেড়ে গেছে, ভালো অভিনয় করে যাঁরা, তাঁদেরই সুযোগ আসবে, অর্থাৎ অভিনয়ের মাপকাঠিতেই কাজ পাওয়া যাবে।
সম্প্রতি স্যোশাল মিডিয়ায় নানা ধরণের গুজব শোনা যায় বা দেখা যায় যেগুলি পরবর্তি সময়ে খবরের শিরোনামে উঠে আসে,আবার কখনও তারকারা ট্রোলিং এর শিকার হন, এই বিষয়ে অভিনেতা ইন্দ্রনীল বলেন, তাঁর ব্যক্তিগত জীবনে প্রবেশাধিকার তিনি বাইরের কাউকেই দিতে চান না। সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বাড়ানোর জন্য কোনরকম কন্টেন্টও তিনি কোনদিন বানান না, তাই এই বিষয় গুলোকে তিনি উপেক্ষা করাই শ্রেয় মনে করেন। ব্যক্তিগত জীবনকে পাবলিক করা বা না করা এটা সম্পূর্ণ তারকাদের হাতেই থাকে, তাই তিনি তাঁর ব্যক্তিগত জীবনের থেকে কাজ নিয়ে আলোচনা করাই পছন্দ করেন ।