ম্যাঞ্চেস্টার: ম্যাঞ্চেস্টার টেস্টে নামার আগে করোনায় জর্জরিত ভারতীয় শিবির৷ বিরাটদের শিবিরের ফের এক সদস্য করোনার শিকার৷ করোনায় আক্রান্ত এবার ভারতীয় দলের অ্যাসিস্টেন্ট ফিজিও৷ তার জেরেই বাতিল হয়ে গেল ভারতের অনুশীলন৷ ম্যাচের আগের দিন মাঠে নামতে পারলেন না বিরাট কোহলিরা৷ টিম হোটেলেই থাকতে হল ভারতীয় দলকে৷
ওভাল টেস্ট চলাকালীনই করোনায় আক্রান্ত হয়েছিলেন রবি শাস্ত্রী সহ ভারতীয় দলের বোলিং কোচ ভরত অরুণ৷ দলের সঙ্গে ম্যাঞ্চেস্টারে যেতে পারেননি তারা৷ লন্ডনেই রয়েছেন কোয়ারেন্টাইনে৷ এবার ম্যাঞ্চেস্টার শুরুর ২৪ ঘন্টা আগে নতুন করো করোনায় আক্রান্ত ভারতীয় দলের সহকারী ফিজিও৷ আর তাতেই চিন্তার ভাঁজ ভারতীয় দলের ক্রিকেটারদের৷
গত মঙ্গলবারই শেষ টেস্ট খেলতে ম্যাঞ্চেস্টারে পৌঁছেছিল টিম ইন্ডিয়া৷ বুধবার থেকে সিরিজ নির্ণায়ক টেস্টের প্রস্তুতিতেও নেমে পড়েছিল ভারতীয় দল৷ কিন্তু বৃহস্পতিবার চূড়ান্ত প্রস্তুতিতে নামতে পারলেন না কোহলি, বুমরারা৷
শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে নামবে টিম ইন্ডিয়া৷ প্রস্তুতির পাশাপাশি ফিটনেসের ওপরও নজর রেখেছে ভারতীয় দল৷ যার দায়িত্ব ফিজিওদের ওপরই সবচেয়ে বেশি৷ বিরাটদের সবসময়ের সঙ্গী ছিলেন যগেশ পারমার৷ তাই ম্যাচ শুরুর আগে তাঁর করোনায় আক্রান্ত হওয়ার খবরে ভারতীয় শিবিরে যে অস্বস্তি বেড়েছে তা বলাই বাহুল্য৷
একইসঙ্গে সিরিজের শেষ ম্যাচ হওয়া নিয়েও শুরু হয়ে গিয়েছে জল্পনা৷ যদিও এখনই বোর্ড কিম্বা ইসিবি কোনওরকম সিদ্ধান্ত আসতে নারাজ৷ কথাবার্তা চলছে৷ শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার৷