এ বার অ্যাসপিরিন৷
কোভিড সেরে যাওয়া ওষুধের তালিকায় নবতম গুজবের নাম অ্যাসপিরিন (Aspirin)৷
একটি হোয়াটসঅ্যাপ মেসেজ, যা ইতিমধ্যে বহু সংখ্যক মানুষের কাছে পৌঁছে গেছে৷ তাতে অ্যাসপিরিন বড়ি খেলে কোভিড সেরে যাবে বলে দাবি করা হয়েছে। আর এই নিয়েই এখন চূড়ান্ত বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তবে বিভ্রান্তি দূর করেছে প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)৷ তারা জানিয়েছে, এই দাবির কোনও ভিত্তি নেই৷
প্যান্ডেমিক(Pandemic) ঘিরে ইনফোডেমিকের (Infodemic) অন্ত নেই! অতিমারির আতঙ্কে ভুগতে থাকা মানুষগুলো এই ইনফোডেমিকের (অর্থাৎ, কোনও বিষয়ে মাত্রাতিরিক্ত ভ্রান্ত তথ্য ছড়িয়ে পড়া) কারণে আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছেন। কোভিডকে দূরে রাখা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলার নামে যে যখন যা ভেবেছেন তেমনটা করেছেন। কোভিড নিয়ে প্রয়োজনীয় তথ্যের তুলনায় একসময়ে এই বিভ্রান্তিকর তথ্যেই ভরে ওঠে সোশাল মিডিয়া। আর এই তথ্যের ঢেউয়ে বানভাসি হোয়াটসঅ্যাপ ছাপিয়ে যায় ফেসবুককেও। এ বারও কোভিড সারাতে অ্যাসপিরিনের কার্যকারিতা নিয়ে ভ্রান্ত ধারণার উৎসও সেই হোয়াটসঅ্যাপ (WhatsApp)।
এই জনপ্রিয় মেসেজিং অ্যাপের একটি মেসেজে বলা হয়েছে কোভিড আদৌ ভাইরাস (virus) নয় বরং এক প্রকারের ব্যাক্টেরিয়া (bacteria)। আর তাই কোভিড সংক্রমণ সারিয়ে তুলতে যে কোনও অ্যান্টিকোয়াগুল্যান্ট (anticoagulant) যেমন অ্যাসপিরিন খেলেই ঝামেলা মিটে যাবে। এর বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছেন বেশ কিছু চিকিৎসক।
A forwarded #WhatsApp message claims that #COVID19 is not a virus but a bacteria and it can be cured with anticoagulants like aspirin.#PIBFactCheck
▶️ This claim is #FAKE!
▶️ #COVID19 is a virus not a bacteria.
▶️ It can not be cured with anticoagulants like aspirin. pic.twitter.com/e8RgPRFL0C
— PIB Fact Check (@PIBFactCheck) September 7, 2021
প্রেস ইনফরমেশান ব্যুরো (PIB)-ও এই মেসেজের একটি স্ক্রিনশট নিয়ে ট্যুইটে জানিয়েছে যে এই হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডেড মেসেজে যা দাবি করা হয়েছে তা একেবারেই ভুল।
তাই কোভিড ১৯ (Covid 19)বা ভ্যাকসিনের (vaccine) সঙ্গে যুক্ত যে কোনও হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড বা ফেসবুক পোস্টে অকারণে আমল দেবেন না। প্রয়োজনে চিকিত্সকের সঙ্গে কথা বলুন। ভুল ভ্রান্তি খবরে উদ্বেগ বাড়লে আপনার শরীরের ওপর এর বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং সচেতন থাকুন।