নায়িকার বাড়িতে দিনে দুপুরে দুষ্কৃতীরা ঢুকে গলায় ছুরি ধরে লক্ষাধিক টাকা লুঠ করলো। এখনো ছবির শুটিং নয়। অভিনেত্রীর চণ্ডীগড়ের বাড়িতে তিনজন মুখোশ পরা দুষ্কৃতী প্রবেশ করে। এরপর তার গলায় ছুরি ঠেকিয়ে প্রায় ছয় লক্ষ টাকা লুট করে নেয়। ভিকি কৌশলের এই নায়িকার নাম অলঙ্কৃতা সহায়। স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেও অভিনেত্রী জানিয়েছেন ডাকাতির সময় একজন তার কাছ থেকে এটিএম কার্ড ছিনিয়ে নেয়। যা দিয়ে তারা ৫০ হাজার টাকা তুলে নেয়।
আর বাকি দুজন তার ওপর নজর রাখছিলেন। এরপর অভিনেত্রী সাহায্যের জন্য চিৎকার শুরু করলে দুষ্কৃতীরা বারান্দা দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। যাবার সময় এটিএম কার্ড ফেলে পালিয়ে যায়। অলঙ্কৃতা এই ফ্ল্যাটে ভাড়া থাকেন। দিল্লিতে তার পরিবার থাকে। মডেলিংয়ের মাধ্যমে বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন অলঙ্কৃতা। ‘ল্যাকমে ফাশন উইক’এ অংশ নিয়ে তিনি যথেষ্ট নজর কেড়েছিলেন। পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনের কাজেও তিনি সাড়া ফেলেছিলেন।
২০১৮ সালে ‘লাভ পার স্কোয়ার ফিট’ ছবিতে তিনি ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করেছিলেন। এ ছবিতে রত্না পাঠক শাহও ছিলেন। ‘নমস্তে ইংল্যান্ড’ ছবিতে অর্জুন কাপুর এবং পরিনীতি চোপড়ার সঙ্গে কাজ করেছেন অলঙ্কৃতা। তার ‘টিপসি’ সিরিজটিও বেশ জনপ্রিয় হয়েছিল।
জানা গেছে, সম্প্রতি বাড়ির জন্য বেশ কিছু আসবাবপত্র কিনেছিলেন অলঙ্কৃতা। আসবাবপত্রের দোকান এর কর্মচারীদের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী। সেই নতুন আসবাব ডেলিভারি করার জন্য গত রবিবার তার বাড়িতে কয়েকজন কর্মচারী আসেন। পুলিশের ধারণা এইটিন দুষ্কৃতীর মধ্যে একজন ওই দোকানের কর্মচারী হতে পারে। পুলিশের ধারণা এই হামলা ওই বচসার কারণেও হতে পারে।বিষয়টি নিয়ে তদন্ত চলছে।