মুর্শিদাবাদ : বঙ্গে বিধানসভা নির্বাচনে বাদ পড়েছিল সামশেরগঞ্জ। ইতিমধ্যেই উপনির্বাচনের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর কেন্দ্রে সামশেরগঞ্জ হতে চলেছে উপনির্বাচন। এই কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে নির্বাচন লড়বেন আমিরুল ইসলাম।
ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করে দিয়েছেন প্রার্থী। তাঁর হয়ে কর্মীসভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সাংসদ খলিলুর রহমান।
বুধবার সামসেরগঞ্জ ব্লক তৃণমূল কার্যালয়ে এক বিশেষ কর্মীসভা আয়োজিত হয়। সেখানে জেলা সভাপতির পাশাপাশি উপস্থিত ছিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম, সামসেরগঞ্জের প্রার্থী আমিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমস্ত রকম দ্বন্দ্ব ভুলে তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করতে কর্মীদের মাঠে নামার নির্দেশ ও প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন সাংসদ খলিলুর রহমান।
কর্মীসভা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী
আরও পড়ুন- ধুতি-পাঞ্জাবি পরো তবে ভোট প্রচারে বেশি সাজুগুজু করো না, মদনকে পরামর্শ মমতার
দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন এবং জঙ্গিপুর ও সামসেরগঞ্জের ভোটের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তাই দিন ঘোষণা হতেই কোমর বেঁধে প্রচারে নেমে গিয়েছেন প্রার্থীরা।
অন্যদিকে ভবানীপুর থেকে উপনির্বাচনে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই জোরদার প্রচার শুরু করে দিয়েছে জোড়াফুল শিবির৷ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ২০ জনের তালিকা তৈরি করা হয়েছে। সেখানে রয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সী, সৌগত রায়, কুণাল ঘোষ, সুখেন্দুশেখর রায় এবং মালা রায় প্রচার করবেন।
আরও পড়ুন- নারদ কান্ডে আসল চোরের নাম নেই চার্জশিটে, শুভেন্দুর নাম না করে বিরোধী দলনেতাকে বিঁধলেন মমতা
মন্ত্রীদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের তারকা প্রচারক। সিনিয়র হেভিওয়েট নেতাদের নাম রয়েছে তালিকায় তেমনি রয়েছেন ইয়ং ব্রিগেডেও। তালিকায় নাম রয়েছে যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব।