মাতৃহারা হলেন অক্ষয় কুমার। বুধবার সকালে প্রয়াত হলেন অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া। দিন কতক আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অরুণা। মায়ের অসুস্থতার খবর পেয়ে তড়িঘড়ি ‘সিন্ডেরেলা’র শ্যুটিং ফেলে দেশে ফিরে আসেন অক্ষয়। সেই সময়েই সোশ্যাল সাইটে মায়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন অভিনেতা। বুধবার সকালেই মায়ের প্রয়াণের খবর সোশ্যাল সাইটে শেয়ার করেছেন আক্কি।
আরও পড়ুন : শুভ জন্মদিন ফেলুদা
সোশ্যাল সাইটে মায়ের মৃত্যুর খবর জানিয়ে ইমোশনাল অক্ষয় ভক্তদের তাঁর মায়ের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছেন। অভিনেতার মা অসুস্থ জানার পর থেকেই অনেকেই তাঁর স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিচ্ছিলেন। মঙ্গলবার সন্ধ্যাবেলা ভক্তদের ধন্যবাদ জানিয়েছিলেন অক্ষয়। মায়ের অসুস্থতায় তাঁর পরিবার যে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাও স্বীকার করে নিয়েছিলেন খিলাড়ি কুমার। তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করার অনুরোধ জানিয়েছিলেন ভক্তদের।
বিদেশে আপকামিং ছবি ‘সিন্ডেরেলা’র শ্যুটিং করছিলেন অক্ষয়। ‘সিন্ডেরেলা’র পরিচালক রঞ্জিৎ এম তিওয়ারি , ছবি প্রযোজনা করছেন বাসু ভাগনানি। এই জুটির সঙ্গেই ‘বেলবটম’-এ কাজ করেছিলেন অক্ষয়, কয়েক সপ্তাহ আগেই ‘সিন্ডেরেলা’র শ্যুটিং করতে বিদেশ গিয়েছিলেন তিনি । ‘সিন্ডেরেলা’ ছাড়াও ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘আটরঙ্গি রে’, ‘বচ্চন পাণ্ডে’, ‘সূর্যবংশী’ সহ একাধিক ছবিতে দেখা যাবে অক্ষয়কে।
আরও পড়ুন : আগেই আসছে ‘ভূত পুলিশ’