শুরু হয়ে গেছে দূর্গাপুজোর কাউন্টডাউন। যুগ যুগ ধরে বাঙালির মহিষাসুরমর্দিনী শোনার রীতি চলে আসছে। ছোটপর্দা আসার পর থেকে মহালয়া দেখার উৎসাহ দর্শক-শ্রোতাদের মধ্যে অবশ্যই বেড়েছে। ছোটপর্দার বিভিন্ন চ্যানেলে এই মহিষাসুরমর্দিনী অনুষ্ঠানে কোন সেলিব্রিটি সাজবেন দুর্গা! তা নিয়েও দর্শকদের মধ্যে কৌতূহল কম নয়। একটি চ্যানেলে অন্যান্যবারের মতো এবারেও দুর্গা সাজে দেখা যাবে কোয়েল মল্লিককে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোয়েল দুর্গা সাজে কিছু ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন,’মহালয়া শ্যুটের প্রস্তুতি’।
আরও পড়ুন: কোয়েল এবং নুসরতের পছন্দের মধ্যে দারুণ মিল
এই বিশেষ চ্যানেলে আসছে ‘নবরূপে নবদূর্গা’। যেখানে থাকবে আরো বিশেষ কয়েকটি চমক। কোয়েলের সঙ্গে দেখা যাবে আরও বেশ কয়েকজন পরিচিত অভিনেতাদের। যদিও এ বিষয়ে আগাম কিছু জানাতে চায় না চ্যানেল কর্তৃপক্ষ।২০১৫ সালে দেবী দুর্গা রূপে কোয়েলের মহিষাসুরমর্দিনী বেশ প্রশংসিত হয়েছিল। এরপর বেশ কয়েক বছর তাঁকে বিভিন্ন চ্যানেলে দুর্গা দুর্গতিনাশিনী অনুষ্ঠানে দেবী দুর্গা হিসেবে দেখা গিয়েছিল। কোয়েলের কথায় দুর্গা রূপে পর্দায় আসাটা খুবই কঠিন কাজ। কারণ নিখুঁতভাবে এই কাজের পরিবেশন না হলে তীব্র সমালোচনার সামনে পড়তে হয়। প্রসঙ্গত, নিজেদের পরিবারের পুজো অর্থাৎ মল্লিক বাড়ির দুর্গাপুজোয় প্রতিবারই নতুন নতুন সাজে বাংলা ছবির এই নায়িকাকে দেখা যায়।