চণ্ডীগড়: তালিবানের আফগানিস্তান দখলের কারণে বড় ক্ষতির মুখে ভারতের সেলাই মেশিন শিল্প। আশঙ্কা করা হচ্ছে ওট ক্ষতির পরিমাণ ১০০ থেকে ১৫০ কোটি টাকা।
আশঙ্কা ছিলই। আর খুব অল্প সময়ের মদ্যেই তা বাস্তবায়িত হতে শুরু করেছে। খুব অল্প সময়ের মধ্যে সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে গিয়েছে তালিবানের হাতে। সেই সঙ্গে অত্যন্ত দ্রুততার সঙ্গে তালিবানের আফগান দখলের প্রভাব পড়তে শুরু করেছে আন্তর্জাতিক মহলে।
আরও পড়ুন- মুম্বইয়ে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা, ঘরে বসেই গণেশ চতুর্থী পালনের আর্জি মেয়রের
গত মাসের মাঝামাঝি সময়ে কাবুলের দখল নেয় তালিবান। সেই সঙ্গে সমগ্র আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যায় তালিবানের দখলে। সেই সময় থেকেই আফগানিস্তানের সঙ্গে প্রায় বন্ধ হয়ে গিয়েছে আন্তর্জাতিক বাণিজ্য। যার কারণে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে ভারতের সেলাই মেশিন শিল্পকে।
আরও পড়ুন- আফগানিস্তান নিয়ে রাশিয়ার নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক দোভালের
পশ্চিমের রাজ্য পাঞ্জাবে তৈরি হওয়া সেলাই মেশিন রফতানি করা হয় আফগানিস্তানে। পাঞ্জাবের লুধিয়ানার সেই শিল্প এখন সঙ্কটের মুখে। রীতিমতো প্রমাদ গুণতে শুরু করে দিয়েছেন ওই শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা। পাঞ্জাবের সেলাই মেশিন ডেভেলপমেন্ট ক্লাবের প্রেসিডেন্ট জগবীর সিং সোখি বলেছেন, “এই তিন সপ্তাহের মধ্যে ৪০ শতাংশ বিক্রি কমে গিয়েছে। প্রাথমিক হিসেবে রফতানি বন্ধ থাকায় ১০০ থেকে ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। জানি না এই অবস্থা কবে, কীভাবে ঠিক হবে!”
কাজ চলছে লুধিয়ানার কারখানায়
রফতানি বন্ধের পাশাপাশি সমস্যা দেখা দিয়েছে আমদানি নিয়েও। আফগানিস্তান থেকে ভারতে নানা ধরণের শুকনো ফল আমদানি করা হতো। তালিবান সঙ্কটের কারণে সেই কারবারও বন্ধ। যার কারণে ওই সকল সামগ্রীর মারাত্মক মূল্যবৃদ্ধি হয়েছে ভারতের মাটিতে।