কলকাতা: সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গ বিজেপির সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। যা দেখে ক্ষুব্ধ হয়েছেন দিলীপবাবুর পূর্বসূরী তথাগত রায়। হিন্দুত্বভাদী বিজেপির রাজ্য সভাপতি হয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তির জন্মদিনে উচ্ছ্বাস দেখানো অনুচিত হয়েছে বলেও দাবি করেছেন তিনি।
চলতি সপ্তাহের মঙ্গলবার ছিল জনপ্রিয় সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। ওই বিশেষ দিনে তাঁকে সম্মান জানান বিভিন্ন জগতের তারকা ব্যক্তিরা। সেই তালিকায় ছিলেন বঙ্গ বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। ২০১২ সালে প্রয়াত প্রখ্যাত বাঙালি সাহিত্যিককে দলের রাজ্য সভাপতির সম্মান জানানো নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি।
আরও পড়ুন- ধর্ষণে অভিযুক্ত ব্যক্তিকে বেকসুর খালাস কলকাতা হাইকোর্টের
পুরনো ইতিহাস টেনে হিন্দু দেবী ‘মা কালী’ সম্পর্কে সুনীল গঙ্গোপাধ্যায়ের উক্তি উল্লেখ করে টুইট করেছেন তথাগত রায়। যা স্মরণ করে ‘মা কালী’-র কাছে প্রার্থণা করেছেন তিনি যাতে দিলীপ ঘোষকে ক্ষমা করে দেন। সেই সঙ্গে দলের রাজ্য সভাপতি এবং সাংসদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
দিলীপ-তথাগত। বিজেপির বর্তমান এবং প্রাক্তন রাজ্য সভাপতি
মঙ্গলবার রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় তথাগতবাবু লিখেছেন, “হিন্দু হওয়ার অপরাধে মাদারীপুর থেকে খেদানি খেয়ে পশ্চিমবঙ্গে এসেছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়। তিনি মা কালীকে “বীভৎস সাঁওতাল *গী” বলবেন না তো কে বলবে? কিন্তু তার জন্মদিনে উচ্ছ্বাস করলেন হিন্দুত্ববাদী বিজেপি দলের সভাপতি! মা কালী, একে ক্ষমা করো মা, এ হয়তো পড়তেই পারে না!”
আরও পড়ুন- দুরামারিতে মহিলা ফুটবল টুর্নামেন্টে উত্তেজনা, ভাঙচুর করে লাগিয়ে দেওয়া হল আগুন
দিলীপ ঘোষ সম্পর্কে এর আগেও আক্রমণাত্মক ভূমিকায় দেখা গিয়েছে তথাগত রায়কে। ভোটের আগে বিভিন্ন সময়ে দিলীপ ঘোষের বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করেছেন দিলীপের নানাবিধ মন্তব্যের। একুশের বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির জন্যেও রাজ্য সভাপতিকে কাঠগড়ায় তোলেন তথাগত রায়।