কলকাতা: করোনার তৃতীয় ঢেউ রুখতে তৎপর রাজ্য। চিন, বাংলাদেশ-সহ সাতটি দেশের পর্যটকদের ভারতে আসার ব্যাপারে কলকাতা বিমান বন্দরকে সাবধানতা অবলম্বন করার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।
এই নির্দেশে জানানো হয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবয়ে ও বতসোয়ানার থেকে আসা যাত্রীদের বিষয়ে বিশেষ সতর্কতা নিতে হবে। এই দেশগুলি থেকে আসা যাত্রীদের করতে হবে করোনা পরীক্ষা।
এই সব দেশ থেকে আসা যাত্রীদের প্রত্যেককে আরটিপিসি আর টেস্ট করতে হবে বিমানবন্দরে। তারপর তাঁরা রাজ্যে প্রবেশ করতে পারবেন। যাত্রীরা এই পরীক্ষা বিনামূল্যে করতে চাইলে তাদের পাঠানো হবে CNCI অর্থাৎ চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে।
বিভিন্ন দেশে করোনাভাইরাসের নানা প্রজাতির সন্ধান মিলছে। তার মধ্যে কয়েকটি উদ্বেগজনক, আবার কয়েকটি প্রজাতি পরীক্ষা করে দেখার মত। রাজ্যেও মিলেছে বিভিন্ন প্রজাতির সন্ধান। করোনার নতুন রূপ ‘মিউ’য়ের ও দেখা মিলেছে। এই পরিস্থিতিতে সতর্কতা জারি করল স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন- ৩০-৩৫ শতাংশ সিলেবাস কমিয়ে করোনাকালে পড়ুয়াদের চাপ কমাচ্ছে নবান্ন
অন্যদিকে করোনার (Corona) তৃতীয় ঢেউ নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। পরিস্থিতি মোকাবিলায় টিকাকরণে জোর দিয়েছে রাজ্য সরকার। সার্বিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চিন্তা বাড়াচ্ছে বঙ্গের দুই জেলা- কলকাতা (Kolkata), উত্তর ২৪ পরগনা। টানা সাত দিন কলকাতায় দৈনিক আক্রান্ত ১০০-র উপরে। সংক্রমণ ছড়াচ্ছে উত্তর ২৪ পরগনাতেও।
আরও পড়ুন- করোনার পর কেরলে এবার নিপা ভাইরাসের আতঙ্ক, ১১ জনের দেহে মিলল উপসর্গ
বাংলায় ১৮ হাজার ৫২২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৭ জনের। উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায় দু’জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় মৃতের সংখ্যা ১। এই নিয়ে টানা দু’দিন কলকাতা মৃত্যুহীন। স্বাস্থ্য দফতরের বুলেটিনে আরও জানানো হয়েছে, রাজ্যে প্রতি মিলিয়ন জনসংখ্যায় ১ লক্ষ ৯১ হাজার ৯১৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। রাজ্যে সরকারি, বেসরকারি মিলিয়ে ১৪৫টি ল্যাবে করোনা পরীক্ষা হচ্ছে। এই পরিস্থিতি সামাল দিতেই এই বিশেষ নির্দেশ।