কলকাতা: বেহালা জোড়া খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। পুলিশ নিশ্চিত, কোনও পেশাদার খুনি এই ঘটনায় জড়িত নয়। খুনের পর তথ্য-প্রমাণ লোপাট করতে যে সমস্ত উপায় আততায়ী অবলম্বন করেছিল, তা নেহাতই কাঁচা কাজ বলে মনে করছে পুলিশ।
খুনের পর আততায়ী সম্ভবত ফ্ল্যাটের বাথরুম ব্যবহার করেছিল। সম্ভবত স্নানও করেছিল সে। সেই তথ্য-প্রমাণ ইতিমধ্যেই গোয়েন্দাদের হাতে এসেছে।
আবাসনের যে পাইপলাইন, সেই পাইপলাইনে রক্তের দাগ পাওয়া গিয়েছে। সেই নমুনা সংগ্রহ করেছে পুলিশ। আততায়ী রক্ত ধুয়ে ফেলার জন্য বাথরুম ব্যবহার করে। সেই রক্তই পাইপলাইনের নিকাশি দিয়ে যাওয়ার সময় কিছু সূত্র রেখে গিয়েছে।
আরও পড়ুন – স্বামীর ফোন বন্ধ কেন? বেহালার জোড়া খুনে রহস্যের জট খোলার চেষ্টা করল কলকাতা টিভি ডিজিটাল
এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই আটক করেছে মৃতার স্বামী তপন মন্ডলকে। তাঁর আংটির মধ্যেও পাওয়া গিয়েছে রক্তের দাগ। মৃত মা এবং ছেলের দেহে মিলেছে একাধিক ক্ষতচিহ্ন।
বেহালার ফ্ল্যাটটির ছবি
আরও পড়ুন – মেঝেতে পড়ে রয়েছে মা ও ছেলের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য বেহালায়
তদন্তে জানা গিয়েছে, প্রথমে ওই মহিলাকে খুন করা হয়। তার পরে খুন করা হয় ছেলেটিকে। এই ঘটনায় ছেলেটির কোনও ডিফেন্স বাউন্ড ছিল না বলেই জানা গিয়েছে। আচমকা আঘাতে তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার নখে রক্তের নমুনা পাওয়া গিয়েছে। যা ইতিমধ্যেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।