মালদহ: আবারও ভ্যাকসিন পেতে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। ভ্যাকসিন পাওয়া নিয়ে ফের ধুন্ধুমার পুরাতন মালদা থানার যাত্রাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। ভোর রাত থেকে লাইন দিয়েও মেলেনি ভ্যাকসিন। স্বাস্থ্য কেন্দ্রের গেট খুলতেই হুড়োহুড়ি। ঘটনাস্থলে পুলিশ।
স্বাস্থ্য কেন্দ্র থেকে ২০০ জনকে ভ্যাকসিন দেওয়ার কথা বলা হয়েছিল। তবুও, মঙ্গলবার ভোর থেকেই ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ। সকাল দশটায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের গেট খুলতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় সাধারণ মানুষের মধ্যে।
ভ্যাকসিন নেওয়ার জন্য মানুষের ভিড় দেখে ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করতেই বিপাকে পড়তে হয় ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষকে। অভিযোগ, লাইনে থাকা সবাই যে যার মত ঠেলাঠেলি করে আগে ভ্যাকসিন নেওয়ার চেষ্টা করে। ফলে, শুরু হয়ে যায় গোলমাল। ধাক্কাধাক্কির জেরে দুর্ভোগের শিকার হতে হয় ভ্যাকসিন নিতে আসা মহিলাদের।
ঘটনাস্থলে পুলিশ
আরও পড়ুন- ভ্যাকসিন বিক্রির অভিযোগে বিভাগীয় তদন্তে সাসপেন্ড স্বাস্থ্যকর্তা
এই হুড়োহুড়ির খবর পেয়ে পরে যাত্রাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। মানুষের ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশকে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হয়। অবশেষে সংশ্লিষ্ট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জানিয়ে দেওয়া হয় ১০০ জনের বেশি কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না।
আর এর পরেই চরম অসন্তোষ ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। ভ্যাকসিন নিতে আসা স্থানীয়রা অভিযোগ করেন কিভাবে ভ্যাকসিন পাবেন তাঁরা। আর কবে ভ্যাকসিন মিলবে কিছুই তাঁদের জানানো হয়নি।
আরও পড়ুন- সদ্যোজাতের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুন্ধুমার হাসপাতাল চত্বর
অভিযোগ, আগে থেকে মাইকে প্রচার করা হয়নি। যদি তাঁদের বলা হত ১০০ জনের বেশি কাউকে ভ্যাকসিন দেওয়া হবে না , তাহলে ভোর থেকে অনেকেই লাইনে দাড়াতেন না। এই ব্যপারে প্রশাসনের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া উচিত বলেও দাবি করে স্থানীয়রা।