নয়াদিল্লি: কোভিড মহামারী পর্বেও বহাল ভারত-পাক বিবাদ। অভিযোগ, কোভিড মোকাবিলার নামে ভারতে জঙ্গি সংগঠনগুলিকে আর্থিক মদত জুগিয়েছে পাকিস্তানের বেশ কিছু সমাজসেবী সংগঠন। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের এক রিপোর্টে এমন উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, মাস কয়েক আগে ভারতে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল পাকিস্তানের বেশ কয়েকটি সমাজসেবী সংগঠন। তারা মূলত আমেরিকা থেকে কাজ চালায়। করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্তদের চিকিৎসার জন্য সংগ্রহ করা হয়েছিল অর্থ। একই সঙ্গে জঙ্গি গোষ্ঠীগুলির জন্যও কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। ভারতে অক্সিজেনের চূড়ান্ত আকালের সময় অনেকের কাছে সাহায্য চাওয়া হয়। সেই আবেদনে সাড়া দিয়ে সংগঠনগুলির তহবিলে অনেকেই টাকা দান করেন। কিন্তু রিপোর্টে দাবি করা হয়েছে, ওই সংগঠনগুলি করোনা আক্রান্তদের সাহায্যের জন্য অর্থ সংগ্রহ করলেও জঙ্গি গোষ্ঠীগুলির জন্য কোটি কোটি টাকা দিয়েছে।
ভুয়ো তথ্য ও মিথ্যা প্রচার বিরোধী সংস্থা DisInfo Lab-র চাঞ্চল্যকর রিপোর্টে বলা হয়েছে,ভারতে অক্সিজেনের সঙ্কটের সময় এরা ‘হেলপ ইন্ডিয়া ব্রিদ’ নামে একটি প্রচার শুরু করে। তার মাধ্যমেই শুরু হয় টাকা সংগ্রহ। কিন্তু মানুষের আবেগকে হাতিয়ার করে সংগ্রহ করা ওই অর্থ তুলে দেওয়া হয় জেহাদিদের হাতে। একাধিক মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রয়েছে এই সংগঠনগুলির। এহেন সন্দেহজনক সংগঠনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য নাম হচ্ছে ইসলামিক মেডিক্যাল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা’র দিকে। তারা গত এপ্রিল মাসে ভারতকে সাহায্য করার জন্য সোশ্যাল মিডিয়ায় মানুষের কাছে প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকার আবেদন করে। পরবর্তীতে সেই আবেদনের পরিমাণ আরও বাড়ে। যদিও সেই টাকা নিয়ে কী করা হয়েছে তার কোনও তথ্য দেয়নি সংগঠনটি।