জঙ্গিপুর : সদ্যোজাত শিশুর অস্বাভাবিক মৃত্যু। চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকের শাস্তির দাবিতে ধুন্ধুমার হাসপাতাল চত্বর।পলাতক চিকিৎসক।
জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার ভর্তি হন এক প্রসূতি। লালখান্দিয়ার বাসিন্দা ওই তিনি। এরপর চিকিৎসকদের সাহায্যে ওই দিন রাতেই অপারেশন করা হয়। প্রসূতি ওই নারী জন্ম দেয় এক পুত্রসন্তানের। কিন্তু জন্মানোর কিছুক্ষণের মধ্যেই সদ্যোজাতকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। যা নিয়ে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে।
পরিবার সূত্রে খবর, রবিবার সন্তান জন্মানোর পরেই তাঁদের হাসপাতালের তরফে জানানো হয় শিশুটি মৃত। এর পর তাঁদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বাড়ি ফিরে তারা খেয়াল করেন সদ্যজাতের মাথায় বেশ খানিকটা অংশ কাটার দাগ রয়েছে । এর পরই তারা হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন পূর্ব মেদিনীপুর জুড়ে নিম্নচাপের বৃষ্টি, উত্তাল দিঘা সমুদ্র
হাসপাতাল চত্বরে মৃত সদ্যোজাতের পরিবারের বিক্ষোভ
পরিবারের অভিযোগ, চিকিৎসকেরা সঠিক চিকিৎসা করেনি। তাঁদের গাফিলতিতেই মারা যায় সদ্যজাত। এমনটাই দাবি পরিবারের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশুর ওজন স্বাভাবিকের থেকে অনেক কম ছিল। তাই জন্মের পরই সেই কারণে মারা যায়। কিন্তু পরিবারের অভিযোগে কোন রকম প্রতিক্রিয়া দেননি হাসপাতাল কর্তৃপক্ষ। অভিযুক্ত ওই চিকিৎসক পলাতক বলেই খবর পুলিশ সূত্রে।
আরও পড়ুন লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম দেওয়াকে কেন্দ্র করে নানুরে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ
ডাক্তারদের গাফিলতিতে সদ্যোজাতের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার বিক্ষোভ দেখায় পরিবারের লোক জনেরা। শিশু অস্বাভাবিক মৃত্যুতে দায়ী চিকিৎসকের শাস্তির দাবি তুলেছেন প্রসূতির পরিবার। হাসপাতাল চত্বরে ঘটনার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ করেন তারা। এদিন হাসপাতালে মূল গেটের সামনে সদ্যোজাত শিশুকে রেখেই বিক্ষোভ দেখায় আত্মীয়রা । ফলে মুহূর্তেই শোরগোল পড়ে যায় হাসপাতাল চত্বরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এসে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী। থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।