কলকাতা: উপনির্বাচনের দিন ঘোষণা করেছে কমিশন। ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন। আগামী ৮ সেপ্টেম্বর, বুধবার অহীন্দ্র মঞ্চে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই কর্মী সভা থেকেই ভোটের প্রচার শুরু করবেন তৃণমূল সুপ্রিমো। এমনটাই খবর মিলেছে দলের তরফে। ৩ অক্টোবর ভোটের ফলাফল জানা যাবে ।
২১ এর বিধানসভা ভোটে নন্দিগ্রাম বিধানসভা কেন্দ্রে হেরে যাওয়ার পর এবার ভবানীপুরে উপনির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল প্রার্থী হিসেবে সেখানে ভোটে দাঁড়াচ্ছেন তিনি। ৩০ সেপ্টেম্বর ভবানীপুরের পাশাপাশি জঙ্গিপুর ও সামসেরগঞ্জেও নির্বাচন অনুষ্ঠিত হবে। সেইমতো প্রস্তুতি চলছে ঘাসফুল ও পদ্ম শিবিরে।
আরও পড়ুন ভবানীপুর সহ উপনির্বাচনের প্রচারে তৃণমূলের হেভিওয়েটরা, তালিকায় মিমি, দেব, রাজ, সায়নীরা
মমতার বিপরীতে ভবানীপুর কেন্দ্রে এবার বিজেপির হয়ে কে লড়বেন তা এখনও স্পষ্ট করেনি বিরোধী দলনেতারা। তবে শুভেন্দু অধিকারী সেখানে প্রার্থী হচ্ছেন না, বলেই জানিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। সোমবার মেদিনীপুরে একাধিক রাজনৈতিক কর্মসূচী সেরে ফেরার পথে সাংবাদিকদের এমনটাই জানান তিনি। একইসঙ্গে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি প্রদেশ৷তাই পুরো বিষয়টা সোনিয়া-রাহুলদের জন্য ছেড়ে রেখেছেন তারা।
আরও পড়ুন ৯ ঘণ্টার ম্যারাথন জেরা, কয়লা পাচার কাণ্ডে ইডির প্রশ্নের লিখিত জবাব দিলেন অভিষেক
ইতিমধ্যেই কলকাতার ভবানীপুর, এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। একইসঙ্গে প্রকাশ করা হয়েছে হেভিওয়েট প্রচারকের একটি তালিকা। তালিকায় রয়েছেন সুব্রত বক্সি পার্থ চট্টোপাধ্যায়, সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, সাংসদ সৌগত রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাসেরা।
একদিকে যেমন সিনিয়র হেভিওয়েট নেতাদের নাম রয়েছে তালিকায় তেমনি রয়েছেন ইয়ং ব্রিগেডেও। তালিকায় নাম রয়েছে যুব তৃণমূল নেত্রী সায়নী ঘোষ, জুন মালিয়া, সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব। এছাড়াও যাদবপুরের সংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী, পরিচালক রাজ চক্রবর্তী এবং শতাব্দী রায়ের নাম রয়েছে। টলিউডের পাশাপাশি ক্রিকেট জগত থেকেও তালিকায় স্থান পেয়েছে মনোজ তিওয়ারির নামও।
আরও পড়ুন মেঝেতে পড়ে রয়েছে মা ও ছেলের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য বেহালায়