অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সায়রা বানু।আপাতত তিনি সুস্থ আছেন,এবং সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন,এমনটাই জানিয়েছেন দিলীপ কুমার এবং সায়রা বানুর এক পারিবারিক বন্ধু।গত সপ্তাহেই শ্বাসকষ্ট,রক্তচাপ এবং সুগারজনিত নানা সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।বৃহস্পতিবার নানা পরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছিলেন, সায়রা বানুর হৃদরোগে সমস্যা রয়েছে।তবে শুশ্রষার পর আপাতত সুস্থ রয়েছেন তিনি।চিকিৎসকরা সায়রা বানুকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন।
আরও পড়ুন – স্থিতিশীল সায়রা বানু