রামপুরহাট: চেনা তারাপীঠের অচেনা ছবি৷ কৌশিকী অমাবস্যার দিন বন্ধ রইল তারাপীঠ মন্দিরের দরজা৷ অন্যান্য বছর এই দিনে ভক্তদের ভিড়ে মন্দির চত্বরে ঠিক মত দাঁড়ানোর জায়গা খুঁজে পাওয়া যেত না৷ কিন্তু কোভিড সংক্রমণের শঙ্কায় গত বছরের মত এবছরও বন্ধ রাখা হল মন্দিরের দুয়ার৷ ভক্তদের ছাড়াই রীতি মেনে চলল মা তারার পুজো৷ হোমযজ্ঞেরও বিশেষ আয়োজন করেন সেবাইতরা৷
প্রতি বছর কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভিড় উপচে পড়ে৷ দূর-দূরান্ত থেকে এই দিন ছুটে আসেন লক্ষ লক্ষ ভক্তরা৷ হোটেলেও জায়গা পেতে সমস্যায় পড়তে হয় পর্যটকদের৷ সেই তারাপীঠে আজ যেন শ্মশানের নিস্তব্ধতা৷ মন্দির চত্বরে কাকপক্ষীর দেখা নেই৷ নেই মহাশ্মশানে জ্বলতে থাকা হাজার হাজার হোমকুন্ড৷
তারাপীঠ মন্দির৷ সোমবার৷ নিজস্ব চিত্র৷
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এবছরও কৌশিকী অমাবস্যায় মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ৷ জানায়, ৩ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে মন্দির৷ এই সময় কোনও পুণ্যার্থীকেই মন্দিরে ঢুকতে দেওয়া হবে না৷ শহরের বিভিন্ন হোটেলেও বন্ধ করা হয়েছে বুকিং৷
আরও পড়ুন: বন্যায় ডুবে গ্রাম, নৌকা বেয়ে স্কুলে যাতায়াত ছাত্রীর
তবে পালাদার সেবাইত মন্দিরে নিয়ম মত মা তারার নিত্যপুজো করবেন৷ মন্দিরের সামনে নাটমন্দিরে জায়ান্ট স্ক্রিন বসানো হয়েছে৷ সেবাইত এবং তাদের পরিবারের লোকজনেরা গর্ভগৃহে প্রবেশ না করেই যাতে পুজো দেখতে পান সেই জন্য এই আয়োজন৷