কলকাতা টিভি ওয়েব ডেস্ক : ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। হাইকোর্টের নির্দেশে ৬ সপ্তাহের মধ্যে জমা করতে হবে রিপোর্ট। সেই কারণেই জোর কদমে চলছে তদন্ত। রবিবার তদন্ত করতে লিলুয়া থানায় পৌঁছল CBI এর প্রতিনিধি দল।
লিলুয়া থানায় সিবিআই কথা বললেন আক্রান্ত দেবলীনা ঘোষ ও রঞ্জিত দাস এর করা মামলার তদন্তকারী অফিসারদের সঙ্গে। এরপর সিবিআই প্রতিনিধি দল তদন্ত করতে যায় হাওড়ার বিজেপি কর্মী রঞ্জিত দাসের বাড়িতে।
সেখানে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। দীর্ঘক্ষণ ধরে চলে কথাবার্তা। রবিবার এই নিয়ে দ্বিতীয়বার সিবিআই লিলুয়ায় যায়। এর আগেও একবার এসে আক্রান্তের বয়ান রেকর্ড করেছিল সিবিআই।
আরও পড়ুন- ভবানীপুরে মদন, ‘ও লাভলি’তেই ভোট প্রচার শুরু
এদিন লিলুয়া ছাড়াও সিবিআইয়ের প্রতিনিধি দল তদন্ত করতে যায় মুর্শিদাবাদে। রবিবার দুপুরে কান্দি থানার উগ্র ভাটপাড়া গ্রামের এক নির্যাতিতার বাড়িতে যায় তাঁরা। ওই নির্যাতিতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন- ভবানীপুর উপ-নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়
গত মে মাসে নবগ্রাম থানার অমৃত কুন্ডু গ্রাম থেকে সাইকেলে করে বাড়ি ফেরার পথে ফাঁকা রাস্তায় এক নাবালিকা ধর্ষণ করার অভিযোগ ওঠে । ওই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করে। সেই ঘটনার তদন্ত করতে তদন্তকারীরা পৌঁছন ভাটপাড়ার হাজরা পাড়া গ্রামে।