লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে ভারত| ৪৬৬ রানে শেষ হল ভারতের দ্বিতীয় ইনিংস| লিড ৩৬৭ রানের| বড় রানের লক্ষ্য নিয়েই এদিন মাঠে নেমছিলেন বিরাট কোহলি| কিন্তু ৬০ রানে সাজঘরে ফিরতে হয় তাঁকে|
তবে বিরাটকে আশাহত করেননি শার্দূল ঠাকুর ও ঋষভ পন্থরা| প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত পারফরম্যান্স শার্দূলের| ৭২ বলে ৬০ রানের ইনিংস খেলেন তিনি| সঙ্গে যোগ্য সঙ্গদ ঋষভ পন্থেরও| তিনি ফেরেন ৫০ রানে| তাদের ১০০ রানের পার্টনারশিপেই ভারতের বড় রানের লক্ষ্য পূরণ|
শেষের দিকে বোলারদের ব্যাট থেকেই এদিন ছিল রানের ঝড়| শেষ মুহূর্তে বুমরার ২৪ এবং উমেশ যাদবের ২৩ রানে ভারত পৌঁছয় ৪৬৬ রানে| ইংল্যান্ড এই রানের পাহাড় টপকাতে পারে কিনা সেটাই দেখার|