কলকাতা: উপনির্বাচনের তোড়জোড় চলছে। মমতা বন্দ্যোপাধ্যায় নামে দেওয়াল লেখা শুরু হয়ে গিয়েছে ভবানীপুর কেন্দ্রে। আর সেখানেই ‘ও লাভলি’ গেয়ে মুখ্যমন্ত্রীর হয়ে প্রচার সারলেন মদন মিত্র।
কমিশন ঘোষণা করেছে ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন। তবে, এখনও ভবানীপুর নির্বাচন কেন্দ্রে প্রার্থী ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই ভবানীপুর কেন্দ্রের ৭১ নম্বর ওয়ার্ডের ডিএল খান রোডের শিব মন্দিরের কাছে একটি দেওয়াল লিখলেন মদন মিত্র।
সাদা ধুতি পাঞ্জাবি পরে দেওয়াল লিখলেন মদন মিত্র। তার পরেই চেনা মেজাজে গেয়ে উঠলেন ‘ও লাভলি’। সঙ্গে ছিল বাউল গানও।তাতেও সুর মেলালেন মদন মিত্র।
গানের সুরে তাল মেলানো ছাড়াও জানালেন, ভবানীপুরের সমস্ত ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই যাবে। তাই বিরোধীদের এই ভোটে দাঁড়ানো বেকার। টাকা খরচা করে তাঁরা ভোটে দাঁড়ার। তা দিয়ে পরিবারের লোকজনকে পুজোর উপহার কিনে দেওয়াই শ্রেয় বলেও জানালেন মদন মিত্র।
আরও পড়ুন- ভবানীপুর কেন্দ্রে দেওয়াল লিখন দেখে দাঁড়িয়ে পড়লেন মমতা
এ ছাড়াও বিরোধীদের কটাক্ষ করে তিনি বলেন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নরেন্দ্র মোদি কিংবা অমিত সাহা দাঁড়ালে একটা-দুটো ভোট পেলেও পেতে পারেন।