কলকাতা: রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা গল্পের রহমত ও মিনির কথা মনে আছে? সুদূর আফগানিস্থানে নিজের মেয়েকে রেখে আসা বাবা যেন মিনির মধ্যে নিজের মেয়েকে খুঁজে পেয়েছিলেন। সীমান্তের বেড়াজাল ছাপিয়ে গিয়েছিল সেই বাপ-মেয়ের সম্পর্ক। তরুণ মহলের মাঠ আজ হয়ে উঠেছিল সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের মিলনক্ষেত্র।
ঢাকুরিয়ার তরুণ মহল ক্লাবের উদ্যোগে কলকাতায় থাকা আফগান নাগরিকদের কয়েকজনকে নিয়ে আয়োজিত হল সম্প্রীতিমূলক ক্রিকেট ম্যাচ। বর্তমানে আফগানিস্তানের অস্থির পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলেছে কলকাতায় থাকা আফগানিদের কপালে। তাঁদের দুঃশ্চিন্তা লাঘব করতে ও পাশে থাকার বার্তা দিতে ওই ম্যাচের আয়োজন করা হয়েছে বলে জানান ক্লাবের সদস্যরা।
ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন সীমান্ত গান্ধী খান আব্দুল গফফর খানের প্রপৌত্রী ইয়াসমিন নেগার খান। তিনি বলেন, ভারত-আফগানিস্তান সবসময় পরস্পর সম্প্রীতি ও সৌভ্রাতৃত্বের পরিচয় দিয়েছে। কয়েক শতক ধরে আফগানিরা রুজিরুটির টানে এ দেশে রয়েছেন। এখন যে টানমাটাল পরিস্থিতি চলছে, সেখানে দাঁড়িয়ে এখানে থাকা আফগানিরাও প্রবল চিন্তা ও অনিশ্চয়তায় ভুগছেন। তাদের বিষন্নতা দূর করতে এহেন উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন তিনি।
আরও পড়ুন: কৃষি বিল প্রত্যাহার না হওয়া পর্যন্ত ‘ঘর ওয়াপসি’ নয় : হুঙ্কার টিকাইতের
এ দিন খেলার মাঠে দু’দেশের জাতীয় সঙ্গীত গাওয়া ছাড়াও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একে অপরের হাতে রাখি পরিয়ে দেন খেলোয়াররা। শান্তির বার্তা দিতে আকাশে ওড়ানো হয় শ্বেত পায়রা।