৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস। ডিজিটাল দুনিয়ায় দিনভর চলছে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানোর পালা। চলছে স্কুল জীবনের স্মৃতিচারণা, প্রিয় শিক্ষকদের স্মরণ করা। সোশ্যাল সাইটে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড সেলিব্রেটিরা। প্রিয় শিক্ষকদের মনে রেখে পোস্ট করেছেন মাধুরী দীক্ষিত, সুভাষ ঘাই, তাপসী পান্নু সহ অনেকেই।
সোশ্যাল সাইটে নিজের গুরুদের শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ধকধক গার্ল মাধুরী দীক্ষিত।
শিক্ষকদের শুভেচ্ছা ও প্রণাম জানিয়েছেন পরিচালক সুভাষ ঘাই।
আরও পড়ুন : কালিন ভাইয়ার জন্মদিন
‘সাবাশ মিতু’-তে অভিনয় করছেন তাপসী পান্নু। ছবির প্রয়োজনে ক্রিকেটটা শিখতে হয়েছে তাঁকে। এবারের শিক্ষক দিবসে তাই নিজের ক্রিকেট কোচ নুশিন খদ্দারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পর্দার মিতালি রাজ তাপসী। ছোট্ট ভিডিও পোস্ট করে ক্রিকেট প্র্যাকটিসের মুহূর্ত শেয়ার করেছেন তাপসী।
সোশ্যাল সাইটে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ড্রিম গার্ল হেমা মালিনি। মা হেমাকেই জীবনের শিক্ষক মানেন হেমার মেয়ে এষা দেওল। সোশ্যাল সাইটে হেমার সঙ্গে নিজের নতুন ও পুরনো ছবি শেয়ার করে তাঁকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়েছেন এষা।
জুহি চাওলা, কিয়ারা আদবানি, সুনীল শেট্টি সকলেই নিজের নিজের শিক্ষকদের শ্রদ্ধা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন : চুপিসারে বাগদান সারলেন বিদ্যুৎ-নন্দিতা