৪৫-এ পা দিলেন পঙ্কজ ত্রিপাঠি। একটু বেশি বয়সে বলিউডে কেরিয়ার শুরু করেছেন পঙ্কজ। তারপর থেকে বড়পর্দা, ওয়েব সিরিজে অন্যতম নির্ভরযোগ্য মুখ তিনি । পঙ্কজ মানুষটাই অন্যরকম। বলিউড জোড়া ‘ফ্যান’ তাঁর। তবে এই ‘ফ্যান’ শব্দটাতেই আপত্তি পঙ্কজের। ‘ফ্যান’ বলার বদলে ‘ভালবাসার মানুষ’ বলতেই বেশি পছন্দ করেন পঙ্কজ।
আরও পড়ুন : শ্যুটিং শুরু , OMG!
‘গুঞ্জন সাক্সেনা’, ‘লুডো’, ‘কাগজ’, ‘মিমি’, ‘মিরজাপুর ২’, ‘ক্রিমিনাল জাস্টিস’ সহ একাধিক ছবি এবং ওয়েবে সিরিজে কাজ করেছেন পঙ্কজ।মহামারীর আগে একটানা শ্যুটিং-এ ব্যস্ত ছিলেন পঙ্কজ। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মহামারীর আগে ভীষণ ব্যস্ত ছিলেন তিনি। কোনও রকম ব্রেক ছাড়াই টানা কাজ করে গেছেন।
আরও পড়ুন : একসঙ্গে টাইগার- মহেশ বাবু
তবে পঙ্কজ আদ্যান্ত ফ্যামিলি ম্যান, টানা ১০ ঘণ্টা কাজ করে পরিবারকে সময় দিতে পারছিলেন না পঙ্কজ। একটানা কাজ করার পর তিনি বুঝতে পেরেছেন পরিবারকে আরও একটু সময় দেওয়া দরকার। তাই এই মুহূর্তে সপ্তাহের প্রথম পাঁচ দিন কাজ করেন পঙ্কজ।
২০২২-এর মাঝামাঝি পর্যন্ত কাজেই ব্যস্ত থাকবেন অভিনেতা। সিনেমা- ওয়েব সিরিজ সহ প্রায় ৫/৬ টি কাজ হাতে রয়েছে পঙ্কজের। আপাতত তাই আর কোনও ছবি বা ওয়েব সিরিজে সই করছেন না তিনি। ২০২২-এর প্রথম ভাগে যাবতীয় কাজ মেটানোর পর তবেই আবার নতুন ছবিতে সই করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা।
মূলত বলিউডি সিনেমা বা ওয়েব প্ল্যাটফর্মে কাজ করলেও অন্যান্য ইন্ডাস্ট্রির খবরও পঙ্কজের নখদর্পণে।বাংলা এবং দক্ষিণী ইন্ডাস্ট্রিতে বেশ ভাল কাজ হচ্ছে বলে মনে করেন পঙ্কজ। তবে তিনি এও বিশ্বাস করেন ইন্ডাস্ট্রির উন্নতির জন্য পরিচালকদের আরও সাহসী হতে হবে। পঙ্কজ আশা রাখেন আগামী দু বছরের মধ্যে ভোজপুরি ইন্ডাস্ট্রিতে খুব সুন্দর ছবি তৈরি হতে পারে। এমনটা যদি হয় তবে ভোজপুরী ছবিতেও অভিনয় করতে পারেন পঙ্কজ।
সারা ভারতের সিনেমা ইন্ডাস্ট্রিতে খুব সাহসী ছবি তৈরি হচ্ছে, অন্যধারার ছবিতে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন পরিচালকরা- জন্মদিনে এমনই একটা দিনের স্বপ্ন দেখেন পঙ্কজ ত্রিপাঠি।
আরও পড়ুন : পঙ্কজে অনুরাগ