বেঙ্গালুরু: সেঞ্চুরি পেরিয়েও দৌড় থামায়নি পেট্রোল। ডিজেলের দামও ঊর্ধ্বমুখী। পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দাম। কবে দাম আয়ত্তে আসবে তার উত্তর জানা নেই৷ সাধারণ মানুষ জ্বালানির দাম কমার অপেক্ষায়৷ এই পরিস্থিতিতে জ্বালানির দাম বাড়ার পিছনে ‘অভিনব’ কারণ শোনালেন কর্ণাটকের বিজেপি বিধায়ক।
কর্ণাটকের হুবলি-ধলওয়াড় পশ্চিম কেন্দ্রে বিধায়ক অরবিন্দ বেল্লা জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য আফগানিস্তানে তালিবানি অভ্যুত্থানকে দায়ী করেছেন। তাঁর দাবি, ‘আফগানিস্তানে রাজনৈতিক সমস্যার কারণে অপরিশোধিত তেলের জোগানে সমস্যা দেখা দিয়েছে। সে কারণেই পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দাম ক্রমেই বাড়ছে।’
জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম নিয়ে কিছুটা ব্যাকফুটে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে দলের এক বিধায়কের এহেন মন্তব্যে আরও বেকায়দায় পড়ল তারা। পেট্রোল আমদানির দিক দিয়ে বিশ্বে ভারতের স্থান তৃতীয়। জুলাই ২০২১-এর তথ্য অনুযায়ী, পেট্রোলে যোগানের ক্ষেত্রে ভারত মূলত ইরাক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি, নাইজেরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার উপর নির্ভরশীল।
আরও পড়ুন: আফগানে পেট্রোল ৫০ টাকা, ওখানে চলে যান: মূল্যবৃদ্ধির জবাবে বিজেপি নেতার মন্তব্যে বিতর্ক
এর আগে মধ্যপ্রদেশের বিজেপি নেতা রামরতন পায়েলকে পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করা হলে আফগানিস্তান চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন। ২৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, এক সাংবাদিক মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন করেছেন বিজেপি নেতা রামরতনকে৷ যার উত্তরে তিনি সটান বলেন, ‘আফগানিস্তান চলে যান৷ পেট্রোল ওখানে ৫০ টাকা৷ ওখান থেকে ভরিয়ে নিয়ে আসুন৷ ওখানে জ্বালানি ব্যবহার করার লোক নেই৷’
একটু থামিয়ে সাংবাদিক তাঁকে ভারতের মূল্যবৃদ্ধি নিয়ে মন্তব্য করতে বলেন৷ জবাবে বিজেপি নেতা আফগানিস্তানের পরিস্থিতির সঙ্গে ভারতের তুলনা করেন৷ বলেন, ‘ভারতে অন্তত নিরাপত্তা আছে৷ তৃতীয় ঢেউ আসতে চলেছে৷ দেশ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে৷ আর আপনি পেট্রোলের দাম নিয়ে পড়ে আছেন৷’
আরও পড়ুন: তালিবান রোধে দেশের স্বার্থে রাজনীতির উপরে উঠে ভাবতে হবে মুসলিম প্রসঙ্গ
বিহারের এক বিজেপি বিধায়ক হরিভূষণ ঠাকুরের মুখেও এই ধরনের মন্তব্য শোনা গিয়েছিল৷ যাঁরা ভারতে থাকতে নিরাপত্তার অভাব বোধ করেন তাঁদের আফগানিস্তান চলে যেতে বলেছিলেন তিনি৷ জানিয়েছিলেন, ওখানে পেট্রোল, ডিজেল সস্তা৷ কেউ ভারতে নিরাপত্তার অভাব বোধ করলে আফগানিস্তান চলে যেতে পারেন৷