লন্ডন: গর্ডন গ্রীনিজ, সুনীল গাওস্কর এবং ম্যাথু হেডেনদের টপকে সচিনের পরই নিজের জায়গা করে নিলেন রোহিত শর্মা৷ বিশ্ব ক্রিকেটে ফের একবার দ্য হিটম্যান শো৷ সব ধরণের ক্রিকেটে ওপেনার হিসাবে ১১ হাজার রানের মাইলস্টোন গড়লেন রোহিত শর্মা৷ অল্পের জন্য সচিনকে টপকাতে পারলেন না তিনি৷
২৪১টি ইনিংসে এই রেকর্ড গড়েছিলেন সচিন৷ রোহিতের লাগল ২৪৬টি ইনিংস৷ ওভাল টেস্টের তৃতীয় দিন মাঠে নেমেই এই নজির গড়লেন হিটম্যান৷ ওপেনার হিসাবে রোহিতের প্রথম আত্মপ্রকাশ ২০০৯ টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে৷
চার বছর একদিনের দলে ওপেনার হিসাবে নিজের জায়গা পাকা করেন রোহিত শর্মা৷ ওপেনিংয়ে তাঁর ব্যাট থেকে এসেছে বহু ম্যাচ জয়ী ইনিংস৷ প্রতিপক্ষ বোলারদের বিধ্বস্ত করে কখনও সেঞ্চুরি তো কখনও করেছেন ডাবল সেঞ্চুরী৷
যদিও টেস্টে প্রথমদিকে ওপেনিংয়ে রাখা হত না তাঁকে৷ কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপে হিটম্যানের ওপর সেই দায়িত্বও তুলে দেন বিরাট কোহলি৷ সেখানেও সফল রোহিত শর্মা৷ ১৯টি ইনিংসে হিটম্যানের ব্যাট থেকে এসেছে ১০৯৪ রান৷ গতকালই ইংল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন রোহিত শর্মা৷ ভারতীয় ক্রিকেটার হিসাবে কয়েকজনের ঝুলিতেই রয়েছে এত রান৷
২৪ ঘন্টা কাটতে না কাটতে নয়া নজির রোহিত শর্মার৷ ইংল্যান্ডের মাটিতে আর কোনও নতুন রেকর্ড হিটম্যানের ব্যাট থেকে আসে কিনা সেটাই দেখার৷