হানি সিং-এর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন হানির স্ত্রী শালিনী তওয়ার। দিল্লির মেট্রোপলিটন আদালতে শালিনীর আনা অভিযোগের শুনানিতে হাজিরা দিলেন হানি সিং। দিল্লির তিস হাজি কোর্টে হাজির হয়েছিলেন হানি। সঙ্গে ছিলেন তাঁর মা- বাবা।
আরও পড়ুন : মহামারির কোপ, ওটিটি-তে ‘ট্রিপল আর’?
চলতি বছরের ৩ অগস্ট হানির বিরুদ্ধে গার্হস্থ হিংসা, যৌন অত্যাচার, মানসিক অত্যাচার ও আর্থিক তছরুপের অভিযোগ আনেন হানির স্ত্রী শালিনী তওয়ার। বিচ্ছেদের পর হানির কাছ থেকে ২০ কোটি টাকার খোরপোশের দাবি করেছেন শালিনী।
শালিনীর অভিযোগের ভিত্তিতে হানির বক্তব্য শোনার পর শালিনীকে হানির বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র বের করে নিয়ে আসার অনুমতি দিয়েছে কোর্ট। এই সময়ে শালিনীর সঙ্গে আইনজীবীও উপস্থিত থাকবেন। অভিযোগের পরবর্তী শুনানি হবে ২৮সেপ্টেম্বর। হানি সিং-এর সঙ্গে বিচ্ছেদের খরপোশ বাবদ শালিনী আদৌ হানির বাড়ির মালিকানা পাবেন কিনা শুনানিতে উঠে আসবে তাও।
আরও পড়ুন : অর্জুন-ইয়ামির রোম্যান্স
বিচ্ছেদের মামলা চলার পাশাপাশি হানি- শালিনীর বিয়ের কাউন্সিলিং-ও শুরু করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। প্রায় ভেঙে যাওয়া সম্পর্ক আবার জোড়া দেওয়া যায় কিনা তা নিয়েও দম্পতির সঙ্গে আলোচনা সারছেন ম্যাজিস্ট্রেট। এ ব্যাপারে হানি- শালিনীর মতামত চেয়েছে আদালত।
আরও পড়ুন : শর্মাজির প্রথম ঝলক