কলকাতা: বাতিল হল মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর৷ আগামিকাল ৫ সেপ্টেম্বর তাঁর উত্তরবঙ্গ যাওয়ার কথা ছিল৷ মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই ছিল তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর৷ কিন্তু সেই সফর বাতিল করল নবান্ন৷ আজ শনিবার নির্বাচন কমিশন ভবানীপুর কেন্দ্রের উপনির্বাচনের তারিখ ঘোষণা করে৷ তাই সফর বাতিল করার সিদ্ধান্ত নেন মমতা৷
আগামী ৬ সেপ্টেম্বর ভোটের বিজ্ঞপ্তি জারি হবে৷ কমিশন জানিয়েছে, ১৩ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৬ সেপ্টেম্বর৷ এর পর ৩০ সেপ্টেম্বর নির্বাচন৷
আরও পড়ুন: হবে না রোড শো, উপনির্বাচনের প্রচারে ৫০০ জনের বেশি জমায়েতে নিষেধ কমিশনের
কমিশনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে প্রচারে ঝাঁপাবে রাজনৈতিক দলগুলি৷ তবে কোভিড বিধিনিষেধ এখনও জারি রাজ্যে৷ সেটা মাথায় রেখে প্রচারে কিছু নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন৷ যেমন, কোনও রোড শো করা যাবে না৷ বাইক-মোটর বা সাইকেল মিছিল বের করতে পারবে না রাজনৈতিক দলগুলি৷ রাস্তায় মিটিংয়ে সর্বাধিক ৫০ জন লোক উপস্থিত থাকতে পারবে৷ মনোনয়ন জমা দেওয়ার দিন রিটার্নিং অফিসের ১০০ মিটারের মধ্যে তিনটের বেশি গাড়ি নিয়ে ঢোকা যাবে না৷
আরও পড়ুন: ভবানীপুরেই ভোট কেন? তৃণমূল-বিজেপি রাজনৈতিক চাপানউতোর
ইন্ডোর এবং আউটডোর সভার ক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে কর্মী সংখ্যা৷ কোনও বদ্ধ জায়গায় সভার ক্ষেত্রে সর্বাধিক ২০০ জন লোক এবং খোলা জায়গায় জনসভায় হাজির থাকতে পারবেন ৫০০ জন৷ কোনও তারকা প্রচারে এলে সেক্ষেত্রে হাজার লোককে জমায়েতের অনুমতি দেওয়া হবে৷ সভাস্থলে নজরদারি চালাবে পুলিশ৷ উপনির্বাচনে প্রচারে ২০ জনের বেশি স্টার প্রচারক আনতে পারবে না রাজনৈতিক দলগুলি৷ বাড়ি বাড়ি প্রচারের সময় প্রার্থীর সঙ্গে শুধুমাত্র পাঁচজন কর্মী উপস্থিত থাকতে পারবে৷