টোকিও: অলিম্পিককে ছাপিয়ে প্যারালিম্পিক্সের মঞ্চে পদক জিতেই চলেছে ভারত৷ আবারও সোনা জয় ভারতের৷ প্যারা শ্যুটিংয়ে ৫০ মিটার পিস্তলের মিক্সড ইভেন্টে সোনা জিতলেন মনীশ নারওয়াল৷ একই ইভেন্টে রুপো জিতলেন সিঙ্গরাজ৷ তিনটি সোনা এল ভারতের ঝুলিতে৷ প্যারালিম্পিক্স তো বটেই, অলিম্পিকেও এমন নজির কখনও গড়়েনি ভারত৷ দেশ জুড়ে তাদের ঘিরে শুভেচ্ছা বার্তার ঢল৷
Our dream run at the #Paralympics continues!
Kudos to Manish Narwal on winning 🥇and @AdhanaSinghraj bagging 🥈 in the Men's 50m Pistol event.
Wishing our para athletes even more success and recognition in the future. pic.twitter.com/lH64zq5DK1
— Sachin Tendulkar (@sachin_rt) September 4, 2021
Young Manish Narwal has done India proud by winning a shooting gold medal and making the tricolor fly high at the #Paralympics! You've shown immense talent and dedication at a very young age. Heartiest congratulations! May you win many laurels in the future.
— President of India (@rashtrapatibhvn) September 4, 2021
শনিবার কোয়ালিফাইং রাউন্ডে চতুর্থ স্থানে শেষ করেছিলেন সিঙ্গরাজ৷ সপ্তমে ছিলেন মনীশ৷ ফাইনালেও প্রথম ১০টি শট পর্যন্ত এগিয়ে ছিলেন এই সিঙ্গরাজই৷ দ্বিতীয় স্থানে ছিলেন মনীশ৷ এরপরই লড়াইটা শুরু হয় চাইনিজ প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে৷
সেখানে হাড্ডহাড্ডি লড়াই শুরু দুই ভারতীয়ের৷ ১৯ এবং ২০ নম্বর শটেই বাজিমাত মনীশ নারওয়ালের৷ সকলকে টপকে যান তিনি৷ ২১৮ পয়েন্ট নিয়ে সোনার পদক নিশ্চিত করে ফেলেন তিনি৷ তাঁর পাশেই ২১৬ পয়েন্ট নিয়ে রুপো নিশ্চিত করেন আরেক ভারতীয় সিঙ্গরাজ৷
https://twitter.com/ParalympicIndia/status/1434018694972121089
প্যরালিম্পিক্সের মঞ্চে এমন সাফল্য ভারত কখনও পায়নি৷ ১৯৬৮ থেকে ২০১৬ পর্যন্ত ভারতের মোট পদকের সংখ্যা ছিল ১২৷ শুক্রবারই তা ভেঙে দিয়েছিলেন এবারের তরুণ তারকারা৷ শনিবার ইতিহাস তৈরি করলেন সকলে৷ এখনও একদিন রয়েছে৷ ভারতের পদকের সংখ্যা কত হয় সেটাই দেখার৷