কলকাতা: মামলার পাহাড় জমে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)৷ সেগুলির নিষ্পত্তির জন্য চাই বিচারপতি৷ তাই কলকাতা হাই কোর্টে বিচারপতি নিয়োগ করার জন্য আরও চারটে নতুন নাম কেন্দ্রের কাছে পাঠাল সুপ্রিম কোর্টের (Supreme Court) কলেজিয়াম (Collegium)৷ সেই সুপারিশ কেন্দ্র মেনে নিলে কলকাতা হাই কোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াবে ৪০৷
দেশের প্রাচীনতম কলকাতা হাই কোর্টে অনুমোদিত বিচারপতির সংখ্যা ৭২৷ রাজ্য ছাড়া আন্দামান-নিকোবরের বিচারের কাজ পরিচালনা হয় কলকাতা হাই কোর্ট থেকে৷ কয়েকদিন আগে জেলার পাঁচজন বিচারককে হাই কোর্টের বিচারপতি পদে উন্নতি করা হয়৷ ফলে এই মুহূর্তে কলকাতা হাই কোর্টে বিচারপতির সংখ্যা ৩৬৷ গত ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের কলেজিয়াম দেশের ১২টি হাইকোর্টে ৬৮ জন বিচারপতি নিয়োগের নাম চূড়ান্ত করে৷ ওই ৬৮ জনের মধ্যে কলকাতা হাই কোর্টের বিচারপতি হিসেবে চার জনের নাম সুপারিশ করা হয়েছে৷
আরও পড়ুন: কলকাতাসহ ১২টি হাইকোর্টের বিচারক নিয়োগের সুপারিশ
যাঁদের নাম কলকাতা হাই কোর্টের বিচারপতি পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে, তাঁরা হলেন, শম্পা দত্ত (পাল), বিভাস রঞ্জন দে, সিদ্ধার্থ রায়চৌধুরী এবং অজয় কুমার মুখোপাধ্যায়৷ তাছাড়া তালিকায় রয়েছেন পূর্ব প্রস্তাবিত চার আইনজীবী৷ যাঁদের নাম কেন্দ্র আগে অনুমোদন দেয়নি৷ তাঁদের নাম ফের একবার অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে পাঠিয়েছে কলেজিয়াম৷ তাঁরা হলেন, জয়তোষ মজুমদার, অমিতেশ বন্দ্যোপাধ্যায়, রাজা বসু চৌধুরী এবং লপিতা বন্দ্যোপাধ্যায়৷