কল্যাণী: লক্ষ্মী যে বড় অসহায় তার প্রমাণ পেলাম এবারে। লক্ষ্মীর ভাণ্ডারে। লক্ষ্মীকে নিয়ে গান বেঁধেছেন হরিণঘাটার বিজেপি বিধায়ক কবিয়াল অসীম সরকার। ‘যত ঘরের লক্ষ্মী ত্রাণের আশায় রাস্তার উঠোনে।’ লক্ষ্মীদের মধ্যে নেওয়া হয়েছে বিভাজনের নীতিও। কটাক্ষের সুরে কবি গানের ছন্দে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে তুলোধোনা বিজেপি বিধায়কের। তাঁকে পাল্টা পাগল আখ্যা দিলেন হরিণঘাটার তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ।
গানে লক্ষ্মী বলতে সাধারণ ঘরের মহিলারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’। প্রকল্পটির মধ্যে দিয়ে মহিলারা প্রতি মাসে ৫০০ টাকা করে পাবেন। আর তফশিলি মহিলারা পাবেন ১০০০ টাকা করে। নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী সেই মত ভোটে জেতার পর থেকেই এই প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন: উত্তরবঙ্গ সফরে মমতা, রাজ্য ভাগের বিরোধিতায় দিতে পারেন কড়া বার্তা
প্রকল্পটির সুবিধা নিতে রাজ্য সরকারের ক্যাম্পে বিপুল ভিড় হচ্ছে প্রতিদিন। প্রকল্প নিয়ে অভিযোগ উঠছে দুর্নীতির। কোথাও টাকার বিনিময়ে এই প্রকল্পের ফর্ম বিক্রি হচ্ছে। আবার কোথাও ভিড়ের চাপে পদপিষ্ট হওয়ার খবর পাওয়া যাচ্ছে। এই বিষয়গুলিকে হাতিয়ার করেই গান বেঁধেছেন কবিয়াল অসীম সরকার। রাজ্য সরকারের তরফে অবশ্য জানানো হয়েছে, ‘মানুষ এই প্রকল্পকে খুব ভালোভাবে গ্রহণ করেছে। দু – একটা ছোটখাটো বিশৃঙ্খলার খবর পাওয়া যাচ্ছে। যদিও দুর্নীতি ঠেকাতে ইতিমধ্যেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে সরকারের তরফে।’ তৃণমূল নেতা চঞ্চল দেবনাথ জানিয়েছেন, ‘দুয়ারে সরকারে কোনও রাজনৈতিক পরিচয় না দেখেই সকলকে ফর্ম দেওয়া হচ্ছে। সেখানে এই ধরনের মন্তব্য করার কোনও যুক্তিসংগত কারণই নেই।’
আরও পড়ুন:মমতার আদলে দেবী দুর্গার মূর্তি গড়া নিয়ে মুখ খুললেন দিলীপ