বাঁকুড়া: করোনার কারণে বদলে গিয়েছে সমাজ ব্যবস্থা। সমগ্র বিশ্ব জুড়েই শুরু হয়েছে আর্থিক মন্দা। বহু মানুষ কাজ হারিয়েছেন। এই প্রতিকূল পরিস্থিতিতে বিশেষ চমক দেখাল পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের জেলা বাঁকুড়া। ১০০ দিনের কাজে রাজ্যের মধ্যে সেরার শিরোপা অর্জন করেছে ওই জেলা।
জঙ্গলমহলের একটা বড় অংশ রয়েছে বাঁকুড়ায়। সেই সঙ্গে রয়েছে খনি এলাকা। জমির উর্বরতা পড়শি অন্যান্য জেলার তুলনায় খুব একটা ভালো নয়। সেই কারণে বাঁকুড়ার বহু মানুষকে সরকারি ১০০ দিনের কাজের প্রকল্পের উপরে নির্ভর করতে হয়। আর সেই কাজেই বিশেষ সাফল্য পেয়েছে বাঁকুড়া। অর্জন করেছে সেরার শিরোপা।
আরও পড়ুন- আফগানিস্তান জটিলতার মাঝেই দোহা, কাতার, জার্মানি সফরে মার্কিন বিদেশ সচিব
সরকারি তথ্য বলছে বাঁকুড়া জেলায় ১০০ দিনের কাজ প্রকল্পের অধীনে নিয়ে আসা হয়েছে চার লক্ষ পরিবারকে। সেই সকল পরিবারের সকল সদস্যদের ধরলে ওই সরকারি প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন ১০ লক্ষের বেশি মানুষ। এই বিষয়ে বাঁকুড়ার জেলাশাসক রাধিকা আইয়ার বলেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতির মধ্যে বেশি সংখ্যক মানুষকে কাজের সুযোগ করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। জেলা প্রশাসন সেই কাজ করেছে।”
আরও পড়ুন- প্রতিবাদী সহযাত্রীকে মারধর, সোনার চেন ছিনিয়ে নিলেন অন্তর্বাস পরা মত্ত বিধায়ক
জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন ২০০৫ অনুসারে এই ১০০ দিনের কাজ প্রকল্প তৈরি হয়। ২০০৬ সাল থেকে পশ্চিমবঙ্গে শুরু হয় ওই প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য একটি আর্থিক বছরের মধ্যে সব গ্রামীণ পরিবারকে অন্তত ১০০ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া। এই পরিবারগুলির প্রাপ্তবয়স্ক সদস্যদের লিখিতভাবে জানাতে হবে যে তাঁরা পরিশ্রম করে অদক্ষ শ্রমিকের কাজ করতে ইচ্ছুক। তা হলেই তাঁরা আইন অনুযায়ী এই প্রকল্পের অধীনে কাজ পাবেন। গ্রামে স্থায়ী সম্পদ তৈরি করা এবং গ্রামীণ গরিবদের জীবিকার উৎসকে আরও একটু সুদৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠা করা।