বৃহস্পতিবারই মাদককাণ্ডে আরমান কোহলিকে ১৪দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।এরপরই শুক্রবার অভিনেত্রী রাকুলপ্রীত সিংকে হায়দরাবাদের দফতরে তলব করে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট।ইতিমধ্যেই মাদককাণ্ডে নাম জড়িয়েছে একঝাঁক তেলুগু তারকার।তার মধ্যে যেমন রয়েছে রানা দগ্গুবতী কিংবা পরিচালক পুরী জগন্নাথের মতো তেলুগু সিনে সেলিব্রিটিদের নাম।ঠিক তেমনই নাম জড়িয়েছে রাকুলপ্রীতেরও।গত মঙ্গলবার পুরী জগন্নাথকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি-র আধিকারিকরা।শুক্রবার তাঁদের জেরার মুখোমুখি হলেন রাকুলপ্রীতও।অবশ্য ‘দে দে পেয়ার দে’-র নায়িকার সঙ্গে যে এমনটা প্রথমবার হল তা কিন্তু মোটেও নয়।গতবছরও অবৈধ মাদক নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন – মাদক মামলায় রাকুলপ্রীত সহ ১২ জনকে ইডির তলব
দীপিকা পাডুকোন,সারা আলি খানদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হয় রাকুলপ্রীতকেও।তবে যে মামলার তদন্তে এদিন অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার সঙ্গে গতবছরের ঘটনার কোন সম্পর্কই নেই।২০১৭সালে একটি মাদকচক্রকে পাকড়াও করা হয়েছিল।সেই মামলার তদন্তেই রাকুলপ্রীত সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানা যাচ্ছে।ইডির র্যাডারে আরও কিছু তেলুগু তারকার নাম রয়েছে।
আরও পড়ুন – বলিউডে ফের মাদকযোগ, গ্রেফতার অভিনেতা আরমান কোহলি