দিল্লি: বিধানসভার ভিতরে গোপন সুড়ঙ্গের হদিশ! অবিশ্বাস্য হলেও এটাই সত্যি। শুক্রবার দিল্লি বিধানসভায় সুড়ঙ্গের মতো দেখতে একটি রহস্যময় পথ খুঁজে পাওয়া গিয়েছে। বিধানসভার অধ্যক্ষ রাম নিবাস গোয়েল জানিয়েছেন, গোপন ওই ভূগর্ভস্থ রাস্তাটি দিল্লি বিধানসভাকে লালকেল্লার সঙ্গে সরাসরি যুক্ত করছে।
বিধানসভা কক্ষে এমন গোপন সুড়ঙ্গ আবিষ্কার হওয়ায় হতভম্ব সকলে। স্পিকার আরও জানিয়েছেন, ‘গোপন এই টানেলটি ব্রিটিশরা ব্যাবহার করত মুক্তিযোদ্ধাদের সরিয়ে নিয়ে যেতে, যাতে পাল্টা প্রতিঘাত এড়ানো যায়। ১৯৯৩ সালে বিধায়ক হয়েছিলাম। তখন বিধানসভায় কোনও গোপন সুড়ঙ্গ আছে বলে শুনেছিলাম। অনেক চেষ্টা করি সুড়ঙ্গের খোঁজ করার। তার ইতিহাস জানার। কিন্তু কোনও লাভ হয়নি।’
আরও পড়ুন: কাবুল বিস্ফোরণে অভিযুক্ত ইসলামিক স্টেটের সঙ্গে ‘ভারত যোগ’ চিন্তা বাড়াচ্ছে দিল্লির
এই সুড়ঙ্গ ঘিরেই তোলপাড় দিল্লি বিধানসভা
অবশেষে সুড়ঙ্গটির মুখ খুঁজে পাওয়া গিয়েছে। তবে সুড়ঙ্গটিকে আর খোঁড়া সম্ভব নয় বলেও এদিন জানান তিনি। কারণ মেট্রো ও নিকাশি কাজের জন্য রাস্তাটি অনেক আগেই নষ্ট হয়ে গিয়েছে।
https://twitter.com/ANI/status/1433553392979173378?s=20
টানেলটির মেরামতির কাজ কিছুদিনের মধ্যেই শুরু হবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। তার পরই সেটিকে সর্বসাধারণের ব্যাবহারের জন্য খুলে দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ১৫ অগস্ট, ৭৬-তম স্বাধীনতা দিবসেই সুড়ঙ্গ সারানোর কাজ শেষ হয়ে যাবে। কর্তৃপক্ষের তত্ত্বাবধানে চলবে মেরামতির কাজ।
আরও পড়ুন: ‘দুই সন্তানের মা’, কোভিডের কারণ দেখিয়ে ইডি-র ডাকে দিল্লি গেলেন না রুজিরা