বোলপুর: বৃহস্পতিবার পড়ুয়া বিক্ষোভের মুখে পড়ে উপাচার্যকে না দেখে ফিরে যেতে হয়েছে বিশ্বভারতীর মেডিক্যাল টিমকে। তারপর এদিন সন্ধ্যায় বোলপুরের এসডিপিও’র নেতৃত্বাধীন মেডিক্যাল টিম উপাচার্যকে দেখতে আসলে তাঁকেও ফিরিয়ে দেন উপাচার্য ।
জানা গিয়েছে, পড়ুয়াদের বিক্ষোভে বিশ্ব বিদ্যালয়ের মেডিক্যাল টিম ফিরে যেতেই উপাচার্যের বাসভবনে আসে বোলপুর মহকুমা পুলিশ নেতৃত্বাধীন একটি মেডিকেল টিম। যার নেতৃত্বে ছিলেন মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়।
উপাচার্যের বাসভবন চত্বরে এসডিপিও অভিষেক রায়
উপাচার্যের পরিবার সূত্রের খবর, অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে টেলিফোনে কথা হয় বোলপুর মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক রায়ের। তারপর তাঁর নেতৃত্বাধীন মেডিক্যাল টিমটি উপাচার্যের বাসভবনে এলে ‘বাবা রেস্ট নিচ্ছেন’ এই বলে তাঁদের ফিরে যেতে বলেন উপাচার্যের মেয়ে। ফলে স্বাভাবিক ভাবেই উপাচার্যের বাসভবনের সামনে থেকে ফিরে যেতে হয় বীরভূম জেলা প্রশাসনের মেডিকেল টিমকে।
লাগাতার ছাত্র বিক্ষোভের জেরে বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী । এমন অবস্থায় বিশ্বভারতীর নিজস্ব হাসপাতাল থেকে এদিন একটি মেডিক্যাল টিম উপাচার্যের বাসভবনের সামনে আসে তাঁর চিকিৎসার জন্য। সেই মেডিক্যাল টিমের চিকিৎসক ও নার্সদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। এই‘অসুস্থতার’পেছনে উপাচার্যর চক্রান্তের অভিযোগ তুলছেন বিশ্বভারতীর আন্দোলনরত পড়ুয়ারা।