নন্দীগ্রাম: হাইকোর্টের নির্দেশে ভোটপরবর্তী হিংসা অভিযোগের তদন্ত করতে মঙ্গলবার নন্দীগ্রামে পৌঁছয় সিবিআইয়ের প্রতিনিধি দল। নিহত বিজেপি কর্মী দেবব্রত মাইতির পরিবারের সঙ্গে কথা বলে সিবিআই। তারপরেই নিহত দেবব্রত মাইতির পরিবারকে পুলিশি নিরাপত্তা দিল সিবিআই।
আরও পড়ুন- ভোট পরবর্তী মামলা, ১০ সদস্যের সিট গঠন করল রাজ্য
বিধানসভা ভোটের ফলাফলের পরেরদিন ৩ মে, দেবব্রত মাইতিকে বাড়ি থেকে কিছুটা দূরে রাস্তার ওপরে ফেলে মারধর করা হয় বলে অভিযোগ। এদিন দীর্ঘ সময় ধরে পরিবারের সদস্যদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন সিবিআই আধিকারিকরা। এই ঘটনায় কারা যুক্ত ছিল সেইসব বিষয়ে সিবিআই আধিকারিকরা জানতে চান। কিন্তু পরিবারের সদস্যরা জানায়, অভিযুক্তদের নাম বললে, ওরা আমাদের ক্ষতি করবে। এরপর ওই পরিবারের নিরাপত্তার কথা ভেবে সিবিআই নির্দেশ দেয় দেবব্রত মাইতির বাড়িতে পুলিশ মোতায়েন করার।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলায় SIT গঠন রাজ্যের
১৯ অগস্ট ভোট পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাই কোর্ট। এই নির্দেশ দিয়েছিল হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের নেতৃত্বে পাঁচ সদস্যের ডিভিশন বেঞ্চ। নির্দেশ অনুযায়ী, আক্রান্ত এলাকায় ঘুরে ছ’সপ্তাহের মধ্যে জমা দিতে হবে রিপোর্ট। সেই রিপোর্ট তৈরি করতেই এদিন নন্দীগ্রামের চিল্লোগ্রাম পৌঁছেছিলেন সিবিআই আধিকারিকরা।