বাঁকুড়া : আদালতে আত্মসমর্পণ করলেন বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি। বৃহস্পতিবার সকালে বাঁকুড়া জেলা আদালতে আত্মসমর্পণ করলেন শালতোড়ার বিধায়ক। চন্দনার বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ার অভিযোগ এনেছিলেন রুম্পা কুণ্ডু। রুম্পার অভিযোগ, দলের কাজ নিয়ে চন্দনার সঙ্গে থাকতেন তাঁর স্বামী কৃষ্ণ কুণ্ডু। তারপরেই প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাঁরা। অভিযোগ, স্বামী ও সন্তান ছেড়ে গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুকে গোপনে বিয়ে করেন চন্দনা।
চন্দনা ও তাঁর গাড়ির চালক কৃষ্ণ কুণ্ডুর বিয়ের কথা ১৯ অগস্ট প্রকাশ্যে আসে। এরপরই চন্দনার বিরুদ্ধে বাঁকুড়ার গঙ্গাজলঘাটি থানায় লিখিত অভিযোগ জানান রুম্পা। মৌখিক ভাবে অভিযোগ করেছিলেন চন্দনার প্রথম স্বামীও। তখন থেকেই গ্রেফতারির আতঙ্কে ভুগছিলেন চন্দনা।
আরও পড়ুন: EXCLUSIVE MUKUL ROY: অসুস্থ মুকুল, ভর্তি এসএসকেএমে
লিখিত অভিযোগে রুম্পা কুন্ডু জানান, কৃষ্ণ কুন্ডুর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে গোপনে বিয়ে করেছে চন্দনা বাউরী। এছাড়াও বিধায়ক চন্দনা বাউরী ও নিজের স্বামীর বিরুদ্ধে হুমকি সহ একাধিক অভিযোগ আনেন রূম্পা। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বিধায়ক চন্দনা বাউরী ও কৃষ্ণ কুন্ডুর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৯৮ এ ধারায় বধূ নির্যাতন, ৪৯৪ ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্ক, ৪০৬ নম্বর ধারায় বিশ্বাসভঙ্গ ও ৫০৬ নম্বর ধারায় হুমকি দেওয়ার মামলা রুজু করে পুলিশ।
লিখিত অভিযোগে রুম্পা কুন্ডু জানান, কৃষ্ণ কুন্ডুর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে গোপনে বিয়ে করেছে চন্দনা বাউরী। এছাড়াও বিধায়ক চন্দনা বাউরী ও নিজের স্বামীর বিরুদ্ধে হুমকি সহ একাধিক অভিযোগ আনেন রূম্পা। সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বিধায়ক চন্দনা বাউরী ও কৃষ্ণ কুন্ডুর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ৪৯৮ এ ধারায় বধূ নির্যাতন, ৪৯৪ ধারায় বিবাহ বহির্ভূত সম্পর্ক, ৪০৬ নম্বর ধারায় বিশ্বাসভঙ্গ ও ৫০৬ নম্বর ধারায় হুমকি দেওয়ার মামলা রুজু করে পুলিশ।
আরও পড়ুন: চন্দনা বিরহে ‘কাতর’ কৃষ্ণ, দিনরাত মদ্যপান, ফের ভর্তি হাসপাতালে
অপরদিকে, চন্দনার বিরহে বারবার অসুস্থ হয়েছেন কৃষ্ণ কুণ্ডু। মঙ্গলবার বিকেলে বাঁকুড়া সম্মিলনী হাসপাতালে ভর্তি হন তিনি। গত সাতদিন খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন কৃষ্ণ কুণ্ডু। দিনরাত মদের নেশায় ডুবে থাকতেন তিনি। স্বামীর এহেন অবস্থার জন্য শালতোড়ার বিধায়ক চন্দনাকেই দায়ী করছেন রুম্পা।
পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে চাপ বাড়ছিল। বৃহস্পতিবার সকালে আদালতে আত্মসমর্পণ করলেন চন্দনা বাউরী।