মহানায়ক উত্তম কুমারের পঁচানব্বই তম জন্মদিন ৩ সেপ্টেম্বর। বাঙালির ম্যাটিনি আইডল উত্তম কুমারের জন্মদিন প্রতিবছর পালিত হয়। এর তত্বাবধানে থাকে উত্তম কুমার প্রতিষ্ঠিত শিল্পী সংসদ সংস্থা। তবে এই বছর শিল্পী সংসদ গুলিয়ে ফেললো উত্তম কুমারের জন্মদিন , মৃত্যুদিন ।
আরও পড়ুন :উত্তমের সাজঘর
৩ সেপ্টেম্বর মহানায়কের জন্মদিন, তবে শিল্পী সংসদের সাংবাদিকদের উদ্দেশ্যে যে আমন্ত্রণ পত্র , সেখানে লেখা রয়েছে ৩ সেপ্টেম্বর মহানায়কের মৃত্যুদিন পালিত হবে। এই সংস্থা উত্তম কুমারের প্রতিষ্ঠিত একমাত্র সংস্থা। মহানায়ককে নিয়ে বাঙালি ভীষণ স্পর্শকাতর । তাই মহানায়ক কে নিয়ে এই ধরনের ভূল আহত করেছে সিনেপ্রেমী বাঙালিকে।