কলকাতা: অসুস্থ মুকুল রায় (Mukul Roy)। ভর্তি হলেন এসএসকেএমে। দীর্ঘদিন থেকে হাইসুগার রয়েছে মুকুলের। শরীরে সোডিয়াম-পটাশিয়ামও ওঠানামা করছে। এর ফলে তাঁর নানা শারীরিক সমস্যার সৃষ্টি হচ্ছে। সে কারণেই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে। বিশেষজ্ঞ চিকিৎসকের জানিয়েছেন, ভুলে যাওয়ার সমস্যা দেখা দিচ্ছে তাঁর।
সম্রতি বেশ কয়েকবার অসংলগ্ন কথাও বলতে দেখা গিয়েছে তাঁকে। মানসিক অবসাদেও ভুগছেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। আগে এসএসকেএমে চেকআপও করিয়ে গিয়েছেন কয়েকবার। মুকুলের চিকিৎসার জন্য ৭ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। উডবার্ন ওয়ার্ডের ১০৩ নম্বর রুমে ভর্তি হয়েছেন তিনি।
হাসিমুখেই গাড়ি থেকে নামলেন মুকুল
তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক মাস ধরেই অসুস্থ মুকুল রায় (Mukul Roy)৷ তাঁর রক্তে যে পরিমাণ সোডিয়াম-পটাশিয়াম থাকা দরকার তা মাঝে মধ্যেই ওঠা-নামা করছে৷ চিকিৎসকরা জানাচ্ছেন, সোডিয়াম-পটাশিয়ামের ওঠা-নামার কারণে বিভিন্ন শারীরিক অসুবিধা বা উপসর্গ দেখা দেয় যে কোনও মানুষের৷ যাকে চিকিৎসার ভাষায় বলা হয়, ‘সোডিয়াম-পটাশিয়াম ইমব্যালেন্স’৷
শরীরে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য যদি নষ্ট হয়ে যায় তাহলে মাথা যন্ত্রণা, শারীরিক দুর্বলতা, আচ্ছন্ন ভাব দেখা দিতে পারে৷ দেখা দিতে পারে সাময়িক স্মৃতিভ্রংশ, খিচুনি ইত্যাদি উপসর্গ৷ এমনকী কোনও কোনও ক্ষেত্রে কোমাতেও চলে যান এই ধরনের রোগী৷ মুকুল রায়ের ক্ষেত্রেও সম্ভবত এই জিনিসটি ঘটেছে৷ খাতায়-কলমে মুকুল এখনও বিজেপির বিধায়ক৷ কিন্তু গত জুন মাসে ছেলে শুভ্রাংশুকে নিয়ে ফিরে আসেন পুরনো দল তৃণমূলে৷
হেঁটেই উডবার্ন ওয়ার্ডের দিকে মুকুল