অতি জনপ্রিয় ‘দাদাগিরি’ শো’র শুটিং আপাতত বন্ধ রাখলেন ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়। শুক্র ও শনিবার পরপর ছিল এই শুটিং। তা বাতিল হয়ে গেছে সৌরভের মা করোনা আক্রান্ত হতেই। সৌরভের পক্ষ থেকে শুটিং ইউনিট এবং ডিরেক্টরকে জানিয়ে দেওয়া হয়েছে। সৌরভ আপাতত কোয়ারিন্টিনে। জানা গেল, এই দুদিনের দাদাগিরি শুটিং সারবেন ৭-৮ সেপ্টেম্বর। আজই সৌরভের দুবাই যাওয়ার কথা ছিল। কিছু বুধবার যান নি, যাচ্ছেন একদিন পরে – বৃহস্পতিবার।
আজ , বুধবার সৌরভের মা অনেকটাই সুস্থ। দুদিন আগে যে শ্বাস কষ্টে ভুগছিলেন – তাও কমেছে। অক্সিজেন স্যাচুরেশন মাত্রা ভালোর দিকে। তাই এদিন অক্সিজেন সাপোর্ট তুলে নেওয়া হয়। স্বাভাবিক শ্বাস – প্রশ্বাস নিতে পারছেন। জ্বর কমে গেছে। আরও ২৪ ঘণ্টা ডাক্তাররা নিরূপা দেবীকে কড়া নজরে রাখা হয়েছে।
বিগ বি বনাম সৌরভ:
বিগ বি। অমিতাভ বচ্চন। কেবিসিতে শুটিং সেরে রেখেছেন সৌরভ আর সেহবাগ – এই দুই শানদার জুটিকে নিয়ে। মজার মজার প্রশ্ন করেছেন বিগ বি । লর্ডসের ব্যালকনি তে জার্সি ওড়ানো নিয়ে সৌরভের অন্য ধরনের উত্তর ছিল। সেহবাগের ব্যাটিং করতে করতে নেমে কোন কোন গান গেয়ে রান করতেন। বিগ বি’ র এই পর্ব দেখানো হবে আগামী শুক্রবার।
ছবি: সৌ – টুইটার।