বড় পর্দায় শুভশ্রীর সঙ্গে প্রেম করতে দেখা যাবে ঋদ্ধিকে। যদিও সে প্রেম কিছুটা প্লেটনিক। ‘কেদারা’র পর ইন্দ্রদীপ দাশগুপ্তের আগামী ছবি ‘বিসমিল্লা’তে তাদেরকে দেখা যাবে। আগামী বছর জন্মাষ্টমীর দিন অর্থাৎ ২০২২ সালের ১৯ আগস্ট মুক্তি পাবে ‘বিসমিল্লাহ’। এই ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ঋদ্ধি সেন। বয়সে বড় শুভশ্রীর সঙ্গে ঋদ্ধির প্রেমের রসায়ন দেখতে বাঙালি দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবির নাম শুনেই বোঝা যাচ্ছে যে সানাইয়ের সুর পর্যায়ে তাদের সম্পর্ককে এক সুতোয় বেঁধে রাখবে। সঙ্গীত পরিচালক-পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত কথায়, ‘এই ছবিতে বিসমিল্লা ও ফাতিমার প্রেম প্লেটোনিক। বয়সে বড় ফাতিমার বিয়ে হবে অন্য একজনের সঙ্গে।
কিন্তু তাতে বিসমিল্লার ফাতেমার প্রতি প্রেম একটুও বদলাবে না। ছবিতে ফাতিমার চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়’। সঙ্গীত,সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা,অসম বয়সের প্রেমের আখ্যান এ ছবি। এই ছবিতে অন্যান্য যারা অভিনয় করবেন তাঁরা হলেন কৌশিক গঙ্গোপাধ্যায়,অপরাজিত আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী,লামা হালদার, অম্বরিশ ভট্টাচার্য,দামিনী বসু,দেব প্রতিম দাসগুপ্ত, রীতব্রত মুখোপাধ্যায়,সুরঙ্গনা বন্দোপাধ্যায়। করোনা পূর্ববর্তী সময়ে ছবির শুটিংয়ের কাজ হয়েছে। তবে অতিমারির কারনে ছবির মুক্তি অনেকটাই পিছিয়ে গেল।