কলকাতা: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ অধ্যাপক এর বিরুদ্ধে। অভিযোগ দায়ের যাদবপুর থানায়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল অধ্যাপক এর বিরুদ্ধে । বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ল্যাঙ্গুয়েজ এন্ড লিঙ্গুষ্টিকস এর অধ্যাপক অতনু সাহার বিরুদ্ধে গত ২৫ অগস্ট যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়। পুলিশ সূত্রের খবর , বেশ কয়েকদিন ধরেই গবেষণারত ওই ছাত্রী এবং অধ্যাপক -এর একটি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক গড়ায় শারীরিক সম্পর্ক পর্যন্ত।
ছাত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে সহবাস করে ওই অধ্যাপক। এরপর ঘটনা সামনে আসতেই জানা যায় এমন অনেককেই বিয়ের প্রস্তাব দিয়ে সহবাস করেছেন ওই অধ্যাপক। এমনকি তাদের সঙ্গেও এইরকম ভাবেই প্রতারণা করেছেন। ঘটনা জানাজানি হতেই অধ্যাপক এবং ছাত্রীর সঙ্গে বচসা বাধে। এমনকি ছাত্রীর বাড়িতে গিয়ে তাকে মারধর এবং হুমকি দিয়ে আসা হয়। সমস্যা বাড়তে থানায় গত বুধবার যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই ছাত্রী।
আরও পড়ুন ছাত্রকে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার অধ্যাপক
সোমবার অচৈতন্য অবস্থায় ছাত্রীর ফ্ল্যাটের লোকেরা তাকে উদ্ধার করেন। জানা যায় মানসিক অবসাদ এবং আতঙ্কের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ওই ছাত্রী। যার ফলে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপরই আজ মঙ্গলবার তাকে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার বিভাগে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মানসিক এবং শারীরিক অবস্থা তার খুব একটা ভালো নেই। আপাতত তিনি বাড়িতেই রয়েছেন।
আরও পড়ুন নিয়ন্ত্রণ হারিয়ে মধ্যরাতে পথ দুর্ঘটনা,মৃত বিধায়কের ছেলে সহ ৬
এই ঘটনায় আগামীকাল অর্থাৎ বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে একটি বৈঠক রয়েছে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের। সেখানে উপস্থিত থাকতে পারেন যাদবপুর থানার পুলিশ। এমনটাই সূত্রের খবর। তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি। ছাত্রীর বয়ান রেকর্ড করেছে যাদবপুর থানার পুলিশ। বয়ানের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে পুলিশ।