মুম্বই: ২০২২ সালে আইপিএলে দশ দল৷ মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল তারই প্রস্তুতি ৷ নতুন দুই ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্রের আবেদন জানাল বিসিসিআই৷ ৫ অক্টোবর পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময়৷
গত মরসুম থেকেই আইপিএলে দল বাড়ানোর ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল৷ চলতি বছরের মাঝামাঝি আসন্ন মরসুমে দশ দলের আইপিএল করার কথা ঘোষণা করে বোর্ড৷ মঙ্গলবার তারই পাকাপাকি প্রস্তুতি শুরু দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিসিসিআই৷
সেজন্যই বেশকিছু নিয়ম বেঁধে দিয়েছে বিসিসিআই৷ দরপত্রের জন্য প্রায় ১০ লক্ষ টাকা জমা দিতে হবে নির্ধারিত সংস্থাগুলিকে৷ সেইসঙ্গে তাদের আর্থিক সঙ্গতিরও উল্লেখ করা বাধ্যতামূলক করেছে বোর্ড৷
শোনা যাচ্ছে, প্রায় ৩০০০ থেকে ৪০০০ কোটি টাকা দর উঠতে পারে এই দুই নতুন ফ্র্যাঞ্চাইজির৷ নাগপুর, রাঁচি, পুনে এবং বিশাখাপত্তনম শহরগুলো থেকেই আসবে আইপিএলের নতুন দুটো দল৷