Placeholder canvas
কলকাতা রবিবার, ০৪ মে ২০২৫ |
K:T:V Clock
দল ত্যাগীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বিজেপি
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  • | Edited By: সাহাজান পুরকাইত
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ০৮:১৭:৩৬ পিএম
  • / ২২৮ বার খবরটি পড়া হয়েছে
  • • | Edited By: সাহাজান পুরকাইত

কলকাতা: মুকুল রায়, তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন৷ শুধু তারা নয়, জেলা স্তরে শয়ে শয়ে বিজেপি কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিচ্ছেন৷ যা চিন্তার কারণ হয়ে উঠেছে রাজ্য বিজেপি নেতৃত্বের৷ এরকম পরিস্থিতিতে সাধারণ কার্মীদের আটকাতে না পারলেও বিধায়ক আটকাতে মরিয়া গেরুয়া শিবির৷ মঙ্গলবার রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, যারা দল ছাড়ছে তাঁদের সকলের বিরুদ্ধে দল ত্যাগ বিরোধী আইনের সাহায্য নেওয়া হবে৷

দল ত্যাগীদের বিষয়ে শমীক ভট্টাচার্য বলেন, এদের ছাড়াই বিজেপি ১৮ আসন পেয়েছে। কেউ চলে গেলে কিছু করার নেই। এরা শাসনের অলিন্দে থাকতে চান। লোকসভা নির্বাচনের প্রেক্ষিত আলদা। কারা পশ্চিমবঙ্গে বিজেপি করেন, আর কারা চলে যাচ্ছেন তা মানুষ খুব ভালো করে জানে। সঠিক সময়ে মানুষ উত্তর দেবে। এরপরেই শমীকবাবু বলেন, যারা দল থেকে চলে যাচ্ছেন, যে কোনও মূল্যে তাঁদের বিরুদ্ধে দল ত্যাগ বিরোধী আইন আমরা কার্যকর করে দেখাবো।

আরও পড়ুন-তালিবানের সঙ্গে আলোচনায় ভারতীয়দের দ্রুত দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে কথা হয়েছে

সোমবার সকালে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর হাতে দলীয় পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ। এরপরই তন্ময় ঘোষ বলেন, জোর করে বাংলা দখলের চেষ্টা করেছিল বিজেপি। বাঙালি অধিকার, ঐতিহ্য কোনও কিছুকেই ওরা সম্মান দিতে পারে না। তন্ময়বাবু আরও বলেন, বিজেপি ফাঁকা গলায় বেশি আওয়াজ দেয়। বুথ স্তরে সংগঠন বলে কিছু নেই ওদের। ২০০ আসন পাবে না অনেক দিন আগেই বুঝে গিয়েছিল। বিজেপির টিকিটে যারা জিতেছে নিজেদের ক্যারিশমায় জিতেছেন। এতে দলের কোনও ভূমিকা নেই। দীর্ঘদিন ধরেই তৃণমূলের স্থানীয় নেতা ছিলেন ব্যবসায়ী তন্ময়। বিধানসভা ভোটের আগে আচমকা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন তিনি। গেরুয়া শিবিরে যোগদানের পরদিনই বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়।

ভোটের আগে দলে থেকে অনেকেই কাজ করতে পারছিলেন না বলে তৃণমূল(TMC) ছেড়েছিলেন। যাদের সকলেরই গন্তব্য ছিল পদ্ম শিবির। ভোটের পরে অবশ্য ছবিটা বদলে গিয়েছে। বহু রাজনৈতিক ব্যক্তি এখন বিজেপি(BJP) ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন। তেমনই বাগদার বিজেপি বিধায়ক মঙ্গলবার হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা।

‘দলে থেকে কাজ করতে না পারা’র কারণ দেখিয়ে মঙ্গলবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূলে যোগ দিয়েছেন৷। তবে এক্ষেত্রে দল বলতে বিজেপিকে বোঝাতে চেয়েছেন তিনি। একসময়ে তৃণমূলের সঙ্গেই ছিলেন বিশ্বজিৎ দাস। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পরে তিনি যোগ দেন বিজেপি শিবিরে। দিল্লিতে গিয়ে গায়ে গেরুয়া নামাবলী চাপিয়ে নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন- ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার ২০.১ শতাংশ

একুশের বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগণা জেলার বাগদা কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাসকে প্রার্থী করে বিজেপি। বাংলাদেশ সীমান্ত লাগোয়া ওই কেন্দ্র থেকে জয় হাসিল করেন বিশ্বজিৎ। সেই ফলাফল ঘোষণার চার মাসের মাথায় দলবদল করে ফের তৃণমূল শিবিরে নাম লেখালেন বাগদার বিধায়ক। এদিন পুরনো দলে ফিরে তিনি ক্ষোভ উগরে দিয়েছেন বিজেপির বিরুদ্ধে। তাঁর মতে, “বিজেপিতে কাজ করার পরিবেশ নেই।”

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১
আর্কাইভ

এই মুহূর্তে

পুলিশের সঙ্গে গ্রামবাসীদের সংঘর্ষে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের এগরা
রবিবার, ৪ মে, ২০২৫
নৌসেনার পরে এবার বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক মোদির
রবিবার, ৪ মে, ২০২৫
পাকিস্তানকে জলে মারার প্রক্রিয়া শুরু ভারতের
রবিবার, ৪ মে, ২০২৫
চন্দননগরে পাকিস্তানি ধরা পড়তেই পথে নামছে বিজেপি, বার্তা সুকান্তর
রবিবার, ৪ মে, ২০২৫
নিট পরীক্ষায় প্রশ্নফাঁস ঘটনায় এবার কড়া পদক্ষেপ কমিশনের
রবিবার, ৪ মে, ২০২৫
বোনের কথায় রেগে গেলেন স্বস্তিকা?
রবিবার, ৪ মে, ২০২৫
জোড়া ঘূর্ণাবর্তের জের, বঙ্গে জারি বৃষ্টি
রবিবার, ৪ মে, ২০২৫
পহেলগাম আবহে নদিয়ায় গ্রেফতার চার বাংলাদেশি সহ আরও ১
রবিবার, ৪ মে, ২০২৫
ফের খড়্গপুর আইআইটির পড়ুয়ার রহস্যমৃত্যু, উদ্ধার ঝুলন্ত দেহ
রবিবার, ৪ মে, ২০২৫
২৮ দিন ধরে ‘ডিজিটাল অ্যারেস্ট’! শিক্ষিকার অ্যাকাউন্ট থেকে গায়েব ৫৬ লক্ষ
রবিবার, ৪ মে, ২০২৫
সর্বত্র একটাই চর্চা, কীভাবে বাবা শিবানন্দ ১২৮ বছর বেঁচেছিলেন?
রবিবার, ৪ মে, ২০২৫
মুখ্যমন্ত্রীর সফরের আগেই সাসপেন্ড সামশেরগঞ্জের ওসি-এসআই
রবিবার, ৪ মে, ২০২৫
১২৮-এ থামল জীবনের চাকা, অমৃতলোকে পাড়ি যোগী শিবানন্দ বাবার
রবিবার, ৪ মে, ২০২৫
চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, সুজাতা মণ্ডলের বিরুদ্ধে বিস্ফোরক সৌমিত্র খাঁ
রবিবার, ৪ মে, ২০২৫
ভেজাল ওষুধ নিয়ে উত্তরপ্রদেশের ভূমিকায় অখুশি, ফের চিঠি নবান্নে
রবিবার, ৪ মে, ২০২৫
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.
Developed By KolkataTV Team