বীরভূম : ৭২ ঘণ্টার মধ্যে ফের বীরভূমের নবাসন গ্রামে সিবিআইয়ের প্রতিনিধি দল। বিজেপির খয়রাশোলে বুথ সহ-সভাপতি মিঠুন বাগদি খুনের ঘটনায় তদন্তভার হাতে নিয়ে মঙ্গলবার বীরভূমের কাঁকর তলা থানা নবাসন গ্রামে সিবিআইয়ের ২ প্রতিনিধি দল ঘুরে যান। তারা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন l সিবিআইয়ের আইনজীবীরা দুবরাজপুর আদালতে সরকারি আইনজীবীর সঙ্গে কথা বলেনl
আরও পড়ুন : ভোট পরবর্তী হিংসার তদন্তে জেলায় জেলায় সিবিআই
মিঠুন বাগদির খুনের ঘটনায় গত ২৮ আগস্ট ৬ সদস্যের সিবিআই প্রতিনিধি দল বীরভূমের কাঁকরতলা থানার নবাসন গ্রামে যায় ,কথা বলেন স্থানীয় বাসিন্দা এবং সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক এর সঙ্গে l মঙ্গলবার দুপুরে ফের সিবিআইয়ের ২ প্রতিনিধি নবাসন গ্রামে আসেন l জেরায় জানা যায়, নবাসন গ্রামে চলতি বছরে ভোটের আগে মার্চ মাসে গ্রাম থেকে ১০০ মিটার দূরে রাজু বাগদি নামে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হয় l সেই খুনের ঘটনায় নাম জড়িয়ে পড়ে বিজেপি নেতা মিঠুন বাগদির l তিনি গ্রেফতার হওয়ার ৩ মাসের মধ্যে আদালতের জামিনে ছাড়া পাওয়ার পর নবাসন গ্রামে প্রবেশ করলে রড, কাটারি নিয়ে রাজুর পরিবার তার ওপর অতর্কিত হামলা চালায় l জখম অবস্থায় মিঠুনের দেহ রাস্তায় পড়ে থাকলে পুলিশ এসে সেই দেহ উদ্ধার করে নাগরাকন্দা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেনl
আরও পড়ুন : কৃষ্ণনগরে বিজেপি কর্মী খুনের ঘটনার তদন্তে সিবিআই
এই ঘটনার প্রেক্ষিতে জেলা বিজেপি সিবিআই তদন্তের দাবি জানায় l পুলিশ স্বতঃস্ফূর্ত ভাবে মামলা রুজু করলে ৫ জনকে ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয় l এরপরই তদন্তে নামে সিবিআইl ২৮ অগস্টের পর মঙ্গলবার ফের তারা নবাসন গ্রামে আসেন l