নয়াদিল্লি: গত সপ্তাহে কেন্দ্রের তরফে কলকাতা হাই কোর্টর জন্য পাঁচ বিচারপতি নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে৷ সেই নিয়োগ নিয়ে বর্তমানে আইনজীবীরা মুখিয়ে রয়েছেন৷
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্ট কলেজিয়াম বিচারপতিদের নাম সুপারিশ করে৷ এরআগেও প্রায় দুই বছর ধরে কলেজিয়াম সুপারিশ করা পাঁচ বিচারকের নাম অনুমোদনের জন্য পড়ে রয়েছে৷ সে বিষয়ে চুপ রয়েছে কেন্দ্র৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে তাঁদের নাম নরেন্দ্র মোদি সরকার এখনও অনুমোদন দেয়নি৷ যে পাঁচজনের মধ্যে সিনিয়র অ্যাডভোকেট অমিতেশ বন্দ্যোপাধ্যায়ও রয়েছেন। অমিতেশ বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের বিচারপতি ইউ সি বন্দ্যোপাধ্যায়ের ছেলে৷ যে ইউ সি বন্দ্যোপাধ্যায় গোধরা কাণ্ড ও গুজারাট দাঙ্গা মামলা সংক্রান্ত মামলার নেতৃত্ব দিয়েছিলেন৷ তখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি৷
আরও পড়ুন- দলে থেকে কাজ করতে না পেরে তৃণমূলে ফিরলেন বিজেপি বিধায়ক বিশ্বজিৎ
২০১৯ সালের ২৪ ফেব্রুয়ারি কলেজিয়াম ওই পাঁচ বিচারপতির নাম সুপারিশ করে৷ অথচ, কেন্দ্র গত সপ্তাহে যে পাঁচ জনের নাম অনুমোদন দিয়েছে তাঁদের নাম ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি সুপারিশ করে কলেজিয়াম৷ সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার এখনও নামগুলি গোপন রাখার বিষয়ে কোনও বৈধ কারণ উল্লেখ করেনি। কিন্তু, নিয়ম অনুযায়ী কেন্দ্রকে তার আপত্তির কথা উল্লেখ করতে হবে। আর কলেজিয়ামের সুপারিশের পুনরাবৃত্তি হলে তাঁদের নিয়োগ করা ছাড়া কেন্দ্রের উপায় থাকবে না৷
আরও পড়ুন- ১২ বছর পর ম্যান ইউয়ের জার্সিতে নতুন ইতিহাস লিখতে চান রোনাল্ডো
শীর্ষ আদালতের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও বিচারপতি এন ভি রামানা নেতৃত্বাধীন কলেজিয়াম ২০১৯ সালের ২৪ জুলাই জানিয়েছিল, “আলোচনা পর্ব, নথি-সহ যাবতীয় বিষয় খতিয়ে দেখে কলেজিয়াম জয়তোষ মজুমদার, অমিতেশ বন্দ্যোপাধ্যায়, রাজাবসু চৌধুরি, লপিতা বন্দ্যোপাধ্যায়, সায়ক সেনকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে উপযুক্ত৷” কিন্তু, প্রায় দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কলেজিয়ামের সেই সুপারিশ নিয়ে কেন্দ্রের কোনও রকম সাড়া শব্দ পাওয়া যায়নি৷