ঋষি কাপুরের মৃত্যুর পর নিজেকে অনেকটাই গুটিয়ে ফেলেছিলেন নীতু কাপুর। বলিউডি নাইট আউটে তেমন ভাবে আর দেখা যাচ্ছিল না তাঁকে। তবে এবার চুটিয়ে পার্টি করলেন নীতু। সঙ্গী তাঁর মেয়ে রিধিমা কাপুর সাহনি আর মনীশ মালহোত্রা। মুম্বইয়ের এক গ্রিক রেস্তোরাঁয় জমাটি পার্টিতে নীতু- রিধিমা- মণীশ ছাড়াও উপস্থিত ছিলেন তাঁদের আরও বেশ কিছু ঘনিষ্ঠ বন্ধু।
সোশ্যাল সাইটে পার্টির টুকরো মুহূর্ত শেয়ার করেছেন রিধিমা। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে রীতিমতো মস্তিমুডে ছিলেন সকলে। একসঙ্গে নাচ- গান, খাওয়া- দাওয়া চলেছে সবই। ছিল মজাও। গ্রিক রেওয়াজ অনুযায়ী রেস্তোরাঁর এক কর্মী অভিনব কায়দায় একগুচ্ছ প্লেট ভেঙে ফেলে চমকে দিয়েছেন নীতুদের! কর্মীর কুশলতা দেখে নিজেকে সামলাতে পারেননি নীতুও, তিনিও তেমন করার চেষ্টা চালান। নীতুদের পার্টির সেই ইনসাইড ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
আরও পড়ুন : যে জন আছেন পাশে
কাজের ক্ষেত্রে রাজ মেহতার কমেডি ছবি ‘যুগ যুগ জিও’- তে দেখা যাবে নীতু কাপুরকে। ছবিত অনিল কাপুর, বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন নীতু। ঋষি কাপুরের মৃত্যুর পর পর্দায় ফেরা নিয়ে সেভাবে সাহস পাচ্ছিলেন না ঋষি-পত্নী। ছেলে রণবীর আর মেয়ে রিধিমার অনুরোধেই অভিনয়ে ফিরেছেন তিনি। নীতু আজও বিশ্বাস করেন, সেটে তিনি যখন অভিনয় করেন তখন তাঁর ‘কাপুর-সাব’ তাঁর পাশটিতেই থাকেন। সেই সাহসে ভর করেই বলিউডে কামব্যাক করছেন নীতু কাপুর।
আরও পড়ুন : ওটিটিতে ‘শেরশাহ‘-এর রেকর্ড