বলা হচ্ছে সেপ্টেম্বরের শেষ থেকে অক্টোবর–আঘাত হেনতে চলেছে করোনা তৃতীয় ঢেউ।
তারই মধ্যে দেশে চলতি বছরের ঘরোয়া ক্রিকেট মরসুম চালু করার তোড়জোড় শুরু করে দিল বিসিসিআই। নয়া পরিকল্পনামাফিক কলকাতাকে রঞ্জি ট্রফির সব নক আউট ম্যাচ (২০২২ সালের ফেব্রুয়ারি মাসে) আয়োজনের জন্য ভাবা হয়েছে। দিল্লিকে বাছা হয়েছে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনাল পর্বের ম্যাচগুলির জন্য। রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে মেল পাঠিয়েছে বিসিসিআই। পয়লা সেপ্টেম্বর থেকে কোন কোন মাঠ পাওয়া যাবে তা বিসিসিআইকে অবিলম্বে জানাতে হবে।
এবার রঞ্জি ট্রফিতে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে শেষবারের চ্যাম্পিয়ন ও রানার্স যথাক্রমে সৌরাষ্ট্র ও বাংলা। তুলনামূলকভাবে শক্ত গ্রুপে খেলতে হবে দিল্লি, মুম্বই ও কর্ণাটককে।
আরও পড়ুন: ঘরোয়া ক্রিকেট: রঞ্জি ট্রফি পিছিয়ে গেল দু’মাস
Kolkata to host playoffs, Heavyweights Delhi, Mumbai & Karnataka in group of death;
Check Out ⤵️ https://t.co/doHfBpxB09
— InsideSport (@InsideSportIND) August 31, 2021
কড়া করোনা বিধি:
করোনা অতিমারীতে ঘরোয়া মরসুম চালু করার ক্ষেত্রে বেশকিছু নিয়ম পালন করতে হবে রাজ্য সংস্থা এবং দলগুলিকে। প্রতি দলে সবচেয়ে বেশি ৩০ ও সবচেয়ে কম ২০ জন ক্রিকেটার রাখা যাবে। যে কোনও দলের সাপোর্ট স্টাফের সংখ্যা ১০ কিংবা তার কম রাখতে হবে। করোনা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ফিজিওথেরাপিস্ট ছাড়াও দলে একজন জেনারেল ফিজিশিয়ান রাখা বাধ্যতামূলক করা হয়েছে। মহিলাদের অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্ট দিয়ে শুরু হতে চলেছে এবারের ঘরোয়া ক্রিকেট মরসুম। ২৭ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা সৈয়দ মুস্তাক আলি ট্রফি। ২০২২ সালের ৫ জানুয়ারি থেকে রঞ্জি ট্রফি শুরু হওয়ার কথা।
নয়া ফর্ম্যাটে খেলা শুরু:
বিসিসিআই থেকে এখনও পর্যন্ত যা জানা গেছে তা হল-সৈয়দ মুস্তাক আলি ট্রফি, বিজয় হাজারে ট্রফি ও রঞ্জি ট্রফিতে এবার ৫টি এলিট গ্রপ থাকবে। প্রতি গ্রুপে থাকছে ৬টি দল। প্লেট গ্রুপে খেলবে এবার ৮টি দল।
পাঁচটি এলিট গ্রুপের চ্যাম্পিয়ন সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে। এলিট গ্রুপগুলির দ্বিতীয় স্থানাধিকারী দলগুলির সঙ্গে প্লেট গ্রুপের চ্যাম্পিয়ন দলগুলি প্রি-কোয়ার্টার ফাইনালে অংশ নেবে। এই পর্যায় থেকে আরও তিনটি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছবে।
কোন দল কোন গ্রুপে:
এলিট এ – গুজরাত, পঞ্জাব, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, সার্ভিসেস, অসম।
এলিট বি – বিদর্ভ, হরিয়ানা, কেরল, ত্রিপুরা, রাজস্থান, বাংলা।
এলিট সি – দিল্লি, কর্ণাটক, মুম্বই, হায়দরাবাদ, মহারাষ্ট্র্র, উত্তরাখণ্ড।
এলিট ডি – তামিলনাড়ু, রেলওয়েজ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, গোয়া, সৌরাষ্ট্র।
এলিট ই – অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, বরোদা, ওড়িশা, ছত্তিশগড়, পুদুচেরি।
প্লেট গ্রুপ – চণ্ডীগড়, মেঘালয়, নাগাল্যান্ড, বিহার, মণিপুর, মিজোরাম, সিকিম, অরুণাচলপ্রদেশ।